চিটাগাং ক্লাবে বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৮ বালক জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ আজ শুরু

| বৃহস্পতিবার , ৩ মার্চ, ২০২২ at ১১:১৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের উদ্যোগে এবং চিটাগাং ক্লাব লিমিটেডের ব্যবস্থাপনায় আজ ৩ মার্চ শুরু হচ্ছে বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৮ বালক জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ। এই উপলক্ষে গতকাল বুধবার বিকেলে চিটাগাং ক্লাব স্পোর্টস কমপ্লেঙে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জানানো হয় চিটাগাং ক্লাব বাস্কেটবল কোর্টে আজ ৩ মার্চ থেকে আগামী ৬ মার্চ পর্যন্ত চারদিনব্যাপি এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এই চ্যাম্পিয়নশিপে ঢাকা, গাজীপুর, চাঁদপুর, দিনাজপুর, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, নরসিংদি, যশোর, কুমিল্লা এবং বিকেএসপি সহ ১১টি দল অংশ নিচ্ছে। আজ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চিটাগাং ক্লাব লিমিটেডের চেয়ারম্যান নাদের খান। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট মাঈনুল আহসান মঞ্জু ও ফেডারেশনের সেক্রেটারি এ কে সরকার।
আগামী ৬ মার্চ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাসির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সদস্য ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব ইমতিয়াজ হাবীব রনি। বক্তব্য রাখেন চিটাগাং ক্লাব ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর। বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট মাঈনুল আহসান মঞ্জু, চিটাগাং ক্লাব বাস্কেটবল বিভাগের মেম্বার ইনচার্জ এবং টুর্নামেন্ট কমিটির কো-কনভেনার সালাউদ্দিন আহমেদ, সিসিএল নির্বাহী কমিটি মেম্বার জাবেদ হাসেম নান্নু, জাহিদ সুলতান টিপু, ক্লাব মেম্বার ফজল রব্বান সুইট এ সময় উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু কাপ অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে সিসিএ জয়ী
পরবর্তী নিবন্ধদলবদল করলেন মাশরাফি,অস্ত্রোপচার করতে যাচ্ছেন চেন্নাই