চিটাগাং ক্লাবে ব্যাডমিন্টন বিভাগ আয়োজিত প্রীতি ম্যাচে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান দল অংশ নেয়। খেলায় পুরুষ ও মহিলা দুটি ইভেন্টেই চেয়ারম্যান দল জয়লাভ করে। প্রীত ব্যাডমিন্টন ম্যাচের শুভসূচনা করেন চিটাগাং ক্লাব ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর)। এসময় ব্যাডমিন্টন বিভাগের মেম্বার ইনচার্জ ডা. ফাহিম হাসান রেজা এবং জেনারেল কমিটি মেম্বার রফিকুল ইসলাম মিয়া বাবুলসহ ক্রীড়ামোদি ক্লাব মেম্বারগণ উপস্থিত ছিলেন।