চিটাগাং ক্লাব আয়োজিত চেয়ারম্যান দল ও ভাইস চেয়ারম্যান দলের মধ্যে মেম্বার ও জুনিয়র ক্যাটাগরি সহ দুটি প্রীতি ক্রিকেট ম্যাচ সম্প্রতি এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। প্রথম খেলায় ভাইস চেয়ারম্যান দলকে ১৭ রানে হারিয়ে জয় পায় চেয়ারম্যান দল। এই প্রীতি ক্রিকেট ম্যাচে চেয়ারম্যান দলে অংশ নেন আবুল হাশেম রাজা,আলমগীর চৌধুরী, সুলতানুল আবেদীন চৌধুরী, ইমতিয়াজ রকি, নান্নু,কামরুল ইসলাম, আতাউল হাকীম খসরু, ফজলে বারি,রাজীব মোস্তাফা, সাবিউল, সামনুন, নওশাদ, অনিক, রকি, ওমর খলিফা, রিপন, ফাহাদ এবং অনিক প্রমুখ। এছাড়া ভাইস চেয়ারম্যান দলে অংশ নেন ডা. অলক নন্দী, মোহাম্মদ শাহ আকরাম, তৌফিক নুর, ডালিম, রিয়াদ মোস্তাফা,আকিব, শাকিল অবেদীন, তাইফুর, জনি অবেদীন,ওয়ালি, লিংকন, ফাহাদ, শাহেদ সাকি, সরোয়ার টিটু,ওয়াালী, ডালিম এবং রিশাদ প্রমুখ। এছাড়া জুনিয়র ক্যাটাগরিতে সিসিএল জুনিয়র দলকে ১০০ রানে হারিয়ে বিজয় অর্জন করে কোয়ালিটি স্কুল অব ক্রিকেট দল। ক্রিকেট বিভাগের মেম্বার ইনচার্জ মোহাম্মদ শাহ আকরামের তত্ত্বাবধানে আয়োজিত ম্যাচে উপস্থিত ছিলেন সিসিএল চেয়ারম্যান শোভন এম শাহাবুদ্দিন রাজ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সৈয়দুল আনোয়ার ফরহাদ এবং সিসিএল নির্বাহী কমিটির সদস্য জাবেদ হাশেম নান্নু, এ এ এম ইমতিয়াজ চৌধুরী রকি, শেখ হাসান জামান, তৌফিক ফরহাদ নুর, দিলদার আহমেদ, মোহাম্মদ কামরুল ইসলাম, মোহাম্মদ মহিউদ্দিন এবং সাবেক মেম্বার ইনচার্জ এডভোকেট শাহীন এ রেজা সহ বিপুল সংখ্যক ক্লাব সদস্য।