চিটাগাং ক্লাবে পিঠা উৎসব

| সোমবার , ২৬ জানুয়ারি, ২০২৬ at ১০:৪৪ পূর্বাহ্ণ

চিটাগাং ক্লাবের উইমেন অ্যাফেয়ার্স বিভাগের উদ্যোগে সম্পন্ন হলো পিঠা উৎসব। ক্লাব সুইমিংপুল চত্ত্বরে গত ২৩ জানুয়ারী সকাল থেকে শুরু হয় প্রদর্শনীর কার্যক্রম। উৎসবে হরেক রকম পিঠাপুলির স্বাদের পাশাপাশি শিশুদের জন্য বিশেষ উপহার, বেলুন সুট, স্ট্রিট ম্যাজিসিয়ান, বায়োস্কোপ, বানর নাচ ইত্যাদি দর্শকদের আনন্দ একধাপ বাড়িয়ে দেয়। সে সাথে যোগ হয় দেশীয় সংস্কৃতির সংগীতানুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ক্লাব চেয়ারম্যান শোভন এম শাহাবুদ্দিন রাজ। অতিথিদের স্বাগত জানান উইমেন অ্যাফেয়ার্স, লাইব্রেরী ও কীডস জোন বিভাগের মেম্বার ইনচার্জ অ্যাডভোকেট সাবরিনা চৌধুরী। এ সময় ক্লাব কার্যকরী কমিটির ভাইস চেয়ারম্যান মো. সৈয়দুল আনোয়ার ফরহাদ, নির্বাহী কমিটি সদস্য জাবেদ হাশেম নান্নু, ডা. ফাহিম হাসান রেজা, দিলদার আহমেদ দিলু, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ সরওয়ার হাসান, কামরুজ্জামামন লিটন, মোহাম্মদ কামরুল ইসলাম, শেখ হাছান জামান ও সাবেক সিসিএল নির্বাহী সদস্য তৌফিক ফরহাদ নুর। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিলেন আমান উল্লাহ আল্‌ ছগির (ছু্‌ট্ট), সাগর দোভাষ, মোসলেহউদ্দিন আহমেদ অপু, মোহাম্মদ এয়াকুব, মোহাম্মদ মিনহাজ ও তৌহিদুল করিম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডলার অতিরিক্ত ব্যয় হচ্ছে জাতীয় কমিটির তথ্য
পরবর্তী নিবন্ধএএমডি ও এসএআরপিভি র সাথে মা ও শিশু হাসপাতালের ত্রিপক্ষীয় চুক্তি