চিটাগাং ক্লাবে দাবা টুর্নামেন্ট সম্পন্ন

| সোমবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:০৩ পূর্বাহ্ণ

চিটাগাং ক্লাব লিমিটেড আয়োজিত সিসিএল কেজিএন দাবা টুর্নামেন্ট গত ১৩ সেপ্টেম্বর শনিবার সম্পন্ন হয়। দুই দিনব্যাপী এই টুর্নামেন্টের ছয়টি ক্যাটাগরিতে ৩৬ জন প্রতিযোগি অংশ নেন। এতে চ্যাম্পিয়ন হন শ্রীজন সুত্রধর, রানার আপ হন তৌহিদা বেগম। এছাড়া ক্লাব মেম্বারদের মধ্যে ষাটোর্ধ্ব প্রবীণে বেস্ট স্কোর লাভ করেন প্রফেসর ডা. মাহমুদুল হক চৌধুরী,ম্যান ক্যাটাগরিতে বেস্ট স্কোর করেন রশিদ মজিদ ধানিয়া, উইমেন ক্যাটাগরিতে বেস্ট স্কোর করেন শায়লা মাহমুদ, ২১ অনূর্ধ্বতে বেস্ট স্কোর করেন আবিয়ান লতিফ দোভাষ, চিল্ড্রেন ১৬অনূর্ধ্বতে বেস্ট স্কোর করেন ইউসরা হাসান জোহা এবং চিল্ড্রেন ১০ অনূর্ধ্বতে বেস্ট স্কোর করেন আইমান উল আলম ইফরাজ।

চেসকোড একাডেমি চট্টগ্রাম, এর সহযোগিতায় এই প্রতিযোগিতায় চীফ আরবিটর ছিলেন মো. মহসিন জামাল পাপ্পু। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিটাগাং ক্লাব চেয়ারম্যান শোভন এম শাহাবুদ্দিন রাজ, বিশেষ অতিথি ছিলেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক কেজিএন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ আমিন মজিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চিটাগাং ক্লাব দাবা বিভাগের মেম্বার ইনচার্জ তৌফিক ফরহাদ নুর। এতে উপস্থিত ছিলেন চিটাগাং ক্লাব ভাইস চেয়ারম্যান সৈয়দুল আনোয়ার (ফরহাদ) এবং ক্লাব কার্যকরী কমিটির সদস্য যথাক্রমে জাবেদ হাসেম (নান্নু), শেখ হাছান জামান, মোহাম্মদ কামরুল ইসলাম, মোহাম্মদ মহিউদ্দিন এবং সাবেক মেম্বার ইনচার্জ (দাবা) মাহবুবল কবির খান (শান্তুনু) প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সিসিএল দাবা কমিটির কনভেনর শায়লা মাহমুদ।

পূর্ববর্তী নিবন্ধবিসিবির নির্বাচন ৪ অক্টোবর
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে শহীদ স্মরণে ফুটবল টুর্নামেন্ট