চিটাগাং ক্লাবে শুরু হল বার্ষিক টেনিস ও টেবিল টেনিস টুর্নামেন্ট। গতকাল ২৬ নভেম্বর সন্ধ্যে ৭টায় লং টেনিস কোটে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট উদ্বোধন করেন চিটাগাং ক্লাব ও দি পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মোঃ ইসমাইল হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন চিটাগাং ক্লাব ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল হক (মঞ্জু), টেনিস ও টেবিল টেনিস বিভাগের মেম্বার ইনচার্জ আবু আহমেদ হাসনাত, টেনিস সাব কমিটির কনভেনার মোঃ সোলায়মান ও টেবিল টেনিস সাব কমিটির কনভেনার ইঞ্জিনিয়ার ফজলে রাব্বি খান সাজ্জাদ প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে চিটাগাং নির্বাহী কমিটি মেম্বার যথাক্রমে ইমতিয়াজ হাবিব (রনি), মোসলেহ উদ্দিন আহমেদ (অপু), এ.এম. ইমতিয়াজ চৌধুরী (রকি), সৈয়দ আহসানুল হক (শামিম), মোঃ রফিকুল ইসলাম মিয়া (বাবুল), আলি আহসান (সেলিম), মঞ্জুরুল আলম (পারভেজ) প্রমুখ সহ বহু ক্রীড়ামোদি ক্লাব মেম্বার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ক্লাব সদস্য মাহতাব উদ্দিন চৌধুরী (হুমায়ুন)। উদ্বোধনী অনুষ্ঠানে জসিম উদ্দিন চৌধুরী বলেন, কোভিট -১৯ এর মহামারী সময়ে আমাদের জীবনযাত্রার প্রতিযোগিতা থেমে নেই। বাস্তবতার কারণে সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি খেলাধুলাও চলছে। তিনি এই দুঃসময়েও টুর্নামেন্ট আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান । প্রেস বিজ্ঞপ্তি।