চিটাগাং ক্লাবে জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন

| শনিবার , ৯ নভেম্বর, ২০২৪ at ৫:৩৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ স্কোয়াশ এন্ড র‌্যাকেট ফেডারেশনের উদ্যোগে এবং চিটাগাং ক্লাব লিমিটেড এর ব্যবস্থাপনায় আয়োজিত জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ৭ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন চিটাগাং ক্লাব চেয়ারম্যান মিয়া মোহাম্মদ আব্দুর রহিম। বিশেষ অতিথি ছিলেন আল অরাফাহ ইসলামী ব্যাংক লিঃ চট্টগ্রামের ডেপুটি হেড মুহাম্মদ আরিফুর রহমান ও বাংলাদেশ স্কোয়াশ র‌্যাকেট ফেডারেশনের সেক্রেটারী বিগ্রেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম (অব.)

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, চিটাগাং ক্লাব স্কোয়াশ বিভাগের মেম্বার ইনচার্জ ও সিসিএল নির্বাহী কমিটির সদস্য চৌধুরী এম মাহতাব উদ্দিন (হুমায়ুন)। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিসিএল ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফজলে রাব্বি খান (সাজ্জাদ), সিসিএল নির্বাহী কমিটির সদস্য যথাক্রমে মোহাম্মদ শাহ আকরাম, এ এ এম ইমতিয়াজ চৌধুরী (রকি), মোহাম্মদ ইয়াকুব, সিসিএল স্কোয়াশ সাব কমিটির কনভেনার সাজ্জাদ আরেফিন আলম প্রমুখ।

এর অগে পুরুষ উন্মুক্ত গ্রুপে চট্টগ্রাম ক্লাবের সাইফুল মিয়া সেনাবাহিনীর কর্পোরাল রনি দেবনাথকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। মেম্বার গ্রুপে চ্যাম্পিয়ন ও রানার আপ হন বিকেএসপির সাইমুন ইসলাম একই প্রতিষ্ঠানে পারভেজ করিম। অনুর্ধ্ব১৩ বালিকা গ্রুপে চ্যাম্পিয়ন ও রানার্স আপ হন চাঁদপুর স্কুলের পূজা রানী পারশি গোেল্েডন কালশী স্কুলের সাদিয়া আক্তার মায়া, অনূর্ধ্ব১৭ বালিকা গ্রুপে চ্যাম্পিয়ন ও রানার্স আপ হন ভাষান টেক স্কুলের মিশকাত জাহান মেঘনা ও কালশি স্কুলের রেহনুমা জাবিন জুই। অনূর্ধ্ব১৩ বালক গ্রুপে চ্যাম্পিয়ন ও রানার্স আপ হন বিকেএসপির মোঃ তামিম ইমরান ও একই স্কুলের মিফতাউল ইসলাম আরাফ।

অনুর্ধ্ব১৭ বালকে চ্যাম্পিয়ন ও রানার আপ হন বিকেএসপির আরাফাত মোল্লা ও একই স্কুলের আব্দুল আহাদ সিকদার। এছাড়া জুনিয়র জাতীয় দলের ফাইনালে বিকেএসপির মো: সাইমুন ইসলাম সেনাবাহিনীর সৈনিক মো: কামরুল ইসলামকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

মহিলা উন্মুক্ত গ্রুপে আই ইউ বি এর মার্জান মনিকা নির্ঝর ক্যান্টনমেন্ট স্কুলের নাবিলা তাবাসসুমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ফজলে ওয়ালি আহমেদ।

পূর্ববর্তী নিবন্ধটাইগার মিলনের পাশে দাঁড়াল সামাজিক সংগঠন “শুদ্ধ বৃত্ত ”
পরবর্তী নিবন্ধহারিস রউফের তোপের পর সাইম-শাফিকের ঝড়