চিটাগাং ক্লাবে কর্পোরেট টুর্নামেন্ট সম্পন্ন

| মঙ্গলবার , ২২ জুলাই, ২০২৫ at ৫:৩০ পূর্বাহ্ণ

চিটাগাং ক্লাব লিমিটেডের উদ্যোগে এবং কিয়া বাংলাদেশ এর পৃষ্ঠপোষকতায় ৬ষ্ঠ সিসিএল কর্পোরেট সকার এবং টেবিল টেনিস টুর্নামেন্টের ফাইনাল খেলা গত ১৯ জুলাই শনিবার সম্পন্ন হয়। সকার ফাইনালে বি এস আর এমকে ২০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নশিপ অর্জন করে লংকাবাংলা সিকিউরিটিজ এবং টেবিল টেনিস ফাইনালে স্ট্যান্ডার্ট চার্টাড ব্যাংককে হারিয়ে চ্যাম্পিয়নশিপ অর্জন করে চিটাগাং ক্লাব। উল্লেখ্য, গত ১৭ জুলাই বৃহস্পতিবার থেকে টুর্নামেন্টটি শুরু হয়। তিন দিনব্যাপি এই টুর্নামেন্টে স্বাগতিক চিটাগাং ক্লাব ছাড়াও এইচএসবিসি ব্যাংক, স্ট্যান্ডার্ট চার্টাড ব্যাংক, লংকাবাংলা সিকিউরিটিজ, বিএসআরএম, আইডিএলসি ফাইন্যান্স লিঃ, ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ অংশ নেয়। একই দিন সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিটাগাং ক্লাব ভাইস চেয়ারম্যান সৈয়দুল আনোয়ার (ফরহাদ)। অনুষ্ঠানে চিটাগাং ক্লাব কার্যকরী কমিটির সদস্য যথাক্রমে জাবেদ হাসেম (নান্নু), শেখ হাছান জামান, দিলদার আহমেদ, মোহাম্মদ কামরুল ইসলাম, মোহাম্মদ মহিউদ্দিন এবং টুর্নামেন্ট কোঅর্ডিনেটর সাবেক ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফজলে রাব্বি খান (সাজ্জাদ) সহ সংশ্লিষ্ট কর্পোরেট প্রতিনিধিগণ, ক্রীড়ামোদি ক্লাব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধএবার ভুটানের লিগে তহুরা ও শামসুন্নাহার জুনিয়র
পরবর্তী নিবন্ধকক্সবাজারে আসছেন বিশ্ববিখ্যাত ডিজে জাই উলফ