চিটাগাং ক্লাবে এভারকেয়ারের স্বাস্থ্য ক্যাম্প

| শুক্রবার , ১৪ অক্টোবর, ২০২২ at ৯:৩৮ পূর্বাহ্ণ

চিটাগাং ক্লাব লি. এবং এভারকেয়ার হাসপাতালের যৌথ আয়োজনে গতকাল বৃহস্পতিবার বিকেলে সম্পন্ন হলো স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্প। এতে শতাধিক ক্লাব সদস্য, তাদের পরিবার এবং কর্মচারীরা স্বাস্থ্য সেবা গ্রহণ করে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চিফ হোস্ট ছিলেন চিটাগাং ক্লাবের ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেনারেল কমিটির সদস্য জাবেদ হাসেম (নান্নু), ডা. ফাহিম হাসান রেজা, অ্যাডভোকেট সাবরিনা চৌধুরী, মো. আজিজুল হাকিম, মাহাবুবুল কবির খান (শান্তুনু), সালাউদ্দিন আহমেদ, মো. জাহিদ সুলতান (টিপু), সৈয়দ আরশাদুল হক, এস এম শফিউল আজম প্রমুখ সদস্যগণ সপরিবারে উপস্থিত ছিলেন। এর আগে স্বাস্থ্য বিষয়ক পরামর্শমূলক বক্তব্য রাখেন এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসার ডা. শেখ মো. হাসান মামুন। এছাড়া ইন্টার মেডিসিন নিয়ে ডা. এ এ মো. রায়হান উদ্দিন, প্রসৃতি ও গাইনী বিষয়ে ডা. ফারজানা হাসিন (মুক্তি), নিউরো মেডিসিনের উপর ডা. হামিদুল হক সচেতনতামূলক পরামর্শ এবং চিকিৎসা সেবা প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহানবী (সা.) পৃথিবীতে আগম করেছিলেন অন্ধকার যুগকে আলোকিত করার জন্য
পরবর্তী নিবন্ধযুক্তরাজ্য গ্রেটার চিটাগাং এসোসিয়েশনের সভা