চিটাগাং ক্লাবে ঈদ পুনর্মিলনী

| সোমবার , ৭ এপ্রিল, ২০২৫ at ১১:১৯ পূর্বাহ্ণ

চিটাগাং ক্লাবের ঈদ পুনর্মিলনী গত ৫ এপ্রিল সম্পন্ন হয়। অনুষ্ঠানে সপরিবারে অংশ নেন ক্লাব সদস্যবৃন্দ। অনুষ্ঠানে চীফ হোস্ট ছিলেন ক্লাবের চেয়ারম্যান শোভন এম শাহাবুদ্দিন (রাজ)। ক্লাব চেয়ারম্যান, সিসিএল জেনারেল কমিটির ভাইস চেয়ারম্যান এবং সদস্যবৃন্দ অনুষ্ঠানে আগত ক্লাব সদস্যদের অভ্যর্থনা ও আন্তরিক শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে সিসিএল ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সৈয়দুল অনোয়ার ফরহাদ এবং সিসিএল নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শাহ আকরাম, জাবেদ হাশেম (নান্নু), চৌধুরী এম মাহতাব উদ্দিন (হুমায়ুন), এ এ এম ইমতিয়াজ চৌধুরী (রকি), শেখ হাসান জামান, দিলদার আহমেদ, মোহাম্মদ কামরুল ইসলাম, এবং মোহাম্মদ মহিউদ্দিন ছাড়াও ক্লাবের প্রাক্তন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও নির্বাহী কমিটির সদস্যবৃন্দ সহ ক্লাব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সিসিএল চেয়ারম্যান রাজ শাহাবুদ্দিন বলেন, পবিত্র রমজান যেমন ধৈর্য্য ও সহনশীলতার শিক্ষা দেয়, ঈদ আমাদের সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে সুন্দর সমাজ গঠনের পথ দেখায়। তিনি আগত ক্লাব সদস্যদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সফল করার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় কোরিয়ান ইপিজেড পরিদর্শনে বিদেশি বিনিয়োগকারী দল
পরবর্তী নিবন্ধদক্ষিণ চট্টগ্রাম থেকে জামায়াত- শিবিরকে উৎখাত করা সম্ভব না