চিটাগাং ক্লাব লিমিটেড আয়োজিত ইস্টার্ন মোটরস স্নুকার এন্ড পুল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ১২ নভেম্বর বৃহস্পতিবার রাতে ক্লাব হলে সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন চিটাগাং ক্লাব লিঃ এর চেয়ারম্যান জসীম উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ইস্টার্ন মোটরস লিমিটেডের পরিচালক ও স্নুকার সাব কমিটির কনভেনার রফিকুর রহমান। বক্তব্য রাখেন ক্লাব নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল হক মঞ্জু, স্নুকার এন্ড পুল বিভাগের মেম্বার ইনচার্জ নুরউদ্দিন জাবেদ প্রমুখ।
ক্লাব নির্বাহী কমিটি মেম্বার ইমতিয়াজ হাবিব (রনি), মোসলেহউদ্দিন আহমেদ (অপু), এ এম ইমতিয়াজ চোধুরী (রকি), আবু আহমেদ হাসনাত, সৈয়দ আহসানুল হক ( শামিম), মো. রফিকুল ইসলাম মিয়া (বাবুল), আলী আহসান (সেলিম) এবং মঞ্জুরুল আলম (পারভেজ) সহ বিপুল সংখ্যক ক্রীড়ামোদি ক্লাব সদস্য-সদস্যাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান ইস্টার্ন মোটরস এই টুর্নামেন্টটি পৃষ্ঠপোষকতা করে। গত ১২ অেক্েটাবর থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের এইট বলে চ্যাম্পিয়ন হন চিটাগাং ক্লাবের ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল হক মঞ্জু ও রানার আপ হন আইয়াজ ইসলাম চৌধুরী এবং স্নুকারে চ্যাম্পিয়ন হন ইসফাক ফযসাল হোসাইন দোভাষ ও রানার আপ হন স্নুকার বিভাগের মেম্বার ইনচার্জ নুরউদ্দিন জাবেদ। প্রেস বিজ্ঞপ্তি।