চিটাগাং ক্লাবে ইফতার মাহফিল সম্পন্ন

| রবিবার , ২৩ মার্চ, ২০২৫ at ১১:১৩ পূর্বাহ্ণ

পবিত্র রমজান মাস উপলক্ষে চিটাগাং ক্লাবে আয়োজন করা হয় ইফতার মাহফিল। গতকাল ধর্মীয় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে চিটাগাং ক্লাবের সদস্যবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এতে জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য দোয়া পাঠ করা হয়। অনুষ্ঠানে চীফ হোস্ট ছিলেন চিটাগাং ক্লাব লিঃ এর চেয়ারম্যান শোভন এম শাহাবুদ্দিন রাজ। অনুষ্ঠানে সিসিএল ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সৈয়দুল আনোয়ার (ফরহাদ) এবং ক্লাব নির্বাহী কমিটি মেম্বার জাবেদ হাশেম নান্নু, এ এ এম ইমতিয়াজ চৌধুরী (রকি), শেখ হাসান জামান, তৌফিক ফরহাদ নুর, মোহাম্মদ কামরুল ইসলাম এবং মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ সহ সাবেক চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং নির্বাহী সদস্যবৃন্দসহ বহু ক্লাব সদস্য সপরিবারে উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে কৃষি জমির টপসয়েল কাটার দায়ে লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধনেতা নয়, কর্মী হয়ে কাজ করতে চাই