চিটাগাং ক্লাবে ইন্ডিপেনডেন্স কাপ স্পোর্টস কার্নিভ্যালের উদ্বোধন

| শুক্রবার , ১০ মার্চ, ২০২৩ at ৬:২৬ পূর্বাহ্ণ

চিটাগাং ক্লাব লিঃ আয়োজিত সিসিএল ইন্ডিপেনডেন্স কাপ স্পোার্টস কর্ার্নিভা্যাল এর ব্যাডমিন্টন, বাস্কেটবল,দাবা, লন টেনিস, টেবিল টেনিস, স্নুকার বিলিয়ার্ড এন্ড পুল সহ ওয়াক ওয়ে টুর্নাামেন্ট গত ৬ মার্চ থেকে শুরু হয়েছে । এদিন রাত ৮টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ইন্ডিপেনডেন্ড অ্যাপারেলস লিঃ এর এমডি, চিটাগাং ক্লাব লিঃ এর সাবেক চেয়ারম্যান এস এম আবু তৈয়ব তনয় ইন্ডিপেনডেন্ড অ্যাপারেলস পরিচালক সৈয়দ তানজিম মোজাহের। অনুষ্ঠানে চীফ হোস্ট ছিলেন চিটাগাং ক্লাব লিঃ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম চৌধুরী(আলমগীর)। তিনি অনুষ্ঠানের সূচনায় স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ক্লাব নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, মো. জাহিদ সুলতান (টিপু),আবু আহমেদ হাসনাত, মো. এয়াকুব, মো. সালামত উল্লাহ (বাহার) এবং টুর্নামেন্ট সমন্বয়কারী নুর উদ্দিন জাবেদসহ বিপুল সংখ্যক ক্রীড়ামোদি ক্লাব মেম্বার উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধনাসিরাবাদ গভঃ বয়েজ হাই স্কুল এলামনাই স্পোর্টস কার্নিভ্যাল শুরু আজ
পরবর্তী নিবন্ধসিজেকেএস ভলিবল লিগ মাঠে গড়াচ্ছে আজ