চিটাগাং ক্লাব লিঃ অয়োজিত ইন্ডিপেনডেন্ড অ্যাপারেলস লিঃ’র পৃষ্ঠপোষকতায় ৬ষ্ঠ বারের মত ইন্ডিপেনডেন্স স্নুকার বিলিয়ার্ড, পুল,এন্ড টেবিল টেনিস টুর্নাামেন্ট ২০২১ গত ৬ মার্চ শুরু হয়েছে। রাতে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক চিটাগাং ক্লাবের সাবেক চেয়ারম্যান এস এম আবু তৈয়ব। বিশেষ অতিথি ছিলেন চিটাগাং ক্লাবের সাবেক চেয়ারম্যান এম এ সালাম। তিনি টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিটাগাং ক্লাব লিঃর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুরুল হক (মঞ্জু)। স্বাগত বক্তব্য রাখেন স্নুকার এন্ড পুল বিভাগের মেম্বার ইনচার্জ মঞ্জুরুল আলম পারভেজ। অনুষ্ঠানে টেবিল টেনিস বিভাগের মেম্বার ইনচার্জ জাবেদ হাশেম নান্নু, ক্লাব নির্বাহী কমিটির সদস্য ইমতিয়াজ হাবীব রনি, মাহবুবুল কবির খান, আলী আহসান সেলিম, এ এ এম ইমতিয়াজ চৌধুরী রকি, স্নুকার বিলিয়ার্ড এন্ড পুল বিভাগের কনভেনার নুরউদ্দিন জাবেদ সহ ক্রীড়ামোদি ক্লাব মেম্বার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ওয়াসেফ হোসেন খালেদ। আগামী ২৬ মার্চ টুর্নামেন্টির পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।