চিটাগাং ক্লাবে আব্দুর রহমান মিয়া স্মৃতি ব্যাডমিন্টন সম্পন্ন

| বৃহস্পতিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৩ at ৯:৩৪ পূর্বাহ্ণ

চিটাগাং ক্লাব আয়োজিত আব্দুর রহমান মিয়া স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্প্রতি সম্পন্ন হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর সিসিএল ব্যাডমিন্টন কোর্টে টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরন করেন চিটাগাং ক্লাবের চেয়ারম্যান মিয়া মোহাম্মদ আব্দুর রহিম। স্বাগত বক্তব্য রাখেন সিসিএল নির্বাহী কমিটির সদস্য ও ব্যাডমিন্টন বিভাগের মেম্বার ইনচার্জ ডা. ফাহিম হাসান রেজা। অনুষ্ঠানে সিসিএল ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর),নির্বাহী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ মো. জাহিদ সুলতান (টিপু), মোহাম্মদ ইয়াকুব, সালামত উল্লাহ বাহার এমবিএ, ব্যাডমিন্টন সাব কমিটির কনভেনার ইঞ্জিনিয়ার মো. গোলাম সরওয়ার এবং ক্রীড়ামোদি ক্লাব মেম্বারবৃন্দ উপস্থিত ছিলেন। খেলায় মেম্বার্স গ্রুপে দ্বৈত চ্যাম্পিয়ন হন আব্দুল নুর খান জনি ও সাব্বির আহমেদ, দ্বৈত রানার্স আপ হন শপিজ আহমেদ জাহেদ ও মোরশেদ আলম। লেডিস গ্রুপে দ্বৈত চ্যাম্পিয়ন হন জাবীরা ফারজেল ও মারিয়া ফখরি, দ্বৈত রানার্স আপ হন ফাহমিদা জাফরিন ও আসমুন জাহিদ (নাজি)

পূর্ববর্তী নিবন্ধসাউদার্ন ভার্সিটিতে ওয়ার্ল্ড ফার্মাসিস্ট দিবস পালিত
পরবর্তী নিবন্ধবিশ্বকাপ মিশনে ভারত গেল বাংলাদেশ দল