চিটাগাং কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সম্পূর্ণ আয়োজন দুই পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে অতিথিদের আগমন, ফুল ও ব্যাচ দিয়ে অতিথি বরণ, জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠান উদ্বোধনের পর অতিথিরা আসন গ্রহণ করেন এবং অতিথিদের ক্রেস্ট দিয়ে সম্মান জানানো হয়। আলোচনা পর্বের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন চিটাগাং কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক ফাতেমা ইয়াছমিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাকিলা জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য ও উপদেষ্টা, চিটাগাং কিন্ডারগার্টেন পরিচালনা পর্ষদের আনিসুর রহমান ও জাহাঙ্গীর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ কুতুব উদ্দীন, হাজেরা–তজু ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এ.কে.এম. ইসমাইল, নুরুল ইসলাম পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রাণতোষ, ও হাজেরা–তজু স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. আলমগীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিটাগাং কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক ফাতেমা ইয়াছমিন। বক্তব্যের পরে শিক্ষার্থীদের ‘যেমন খুশি তেমন সাজ’ ইভেন্ট অনুষ্ঠিত হয়। এরপর প্রধান অতিথি বিভিন্ন ইভেন্টের পুরস্কার বিতরন করেন। শেষে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিথিবৃন্দ ও শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান আনন্দের সাথে উপভোগ করেন। সবশেষে সভাপতি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার শিক্ষার্থীদের হাতে তুলে দেন। সম্পূর্ণ অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন চিটাগাং কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষক সানজিদা সালেহীন এবং সহকারী শিক্ষক ফারিয়া তাসলিম।