চিটাগাং কিংস গ্রুপ চ্যাম্পিয়ন

হাটহাজারীতে শহীদ স্মরণে ফুটবল টুর্নামেন্ট

| সোমবার , ২২ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:১৩ পূর্বাহ্ণ

হাটহাজারী স্পোর্টস ক্লাবের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ফুটবল টুর্নামেন্টের খেলায় চিটাগাং কিংস ২১ গোলে মির্জাপুর ফুটবল একাডেমিকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গত শনিবার বিকালে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ খেলায় চিটাগাং কিংসের পক্ষে যথাক্রমে জাবেদ ও জুয়েল ১টি করে গোল করে দলকে গ্রুপ চ্যাম্পিয়ন হতে সহায়তা করে। অপরদিকে মির্জাপুর ফুটবল একাডেমির পক্ষে একটি গোল পরিশোধ করেন অপূর্ব। চিটাগাং কিংস দুইটি খেলায় জয়লাভ করে ৬ পয়েন্ট অর্জন করে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। চিটাগাং কিংস এর অধিনায়ক সাইমন ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়। খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন প্রধান অতিথি হাটহাজারীর উন্নয়ন সচেতন নাগরিক কমিটির সাধারণ সম্পাদক নুরুন্নবী চৌধুরী নুরু। হাটহাজারী স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক সাবেক কৃতী ফুটবলার হোসেন মেহেদির সঞ্চালনায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক কৃতী ফুটবল খেলোয়াড় আব্দুল হালিম। এসময় উপস্থিত ছিলেন সাবেক হাটহাজারী খেলোয়ার সমিতির ফুটবল ম্যানেজার আবুল বশর।

পূর্ববর্তী নিবন্ধসাকিবকে টপকে সবার উপরে লিটন
পরবর্তী নিবন্ধজাতীয় কাবাডি কর্ণফুলি জোন পর্বে পুরুষ বিভাগে চট্টগ্রাম জেলা দল জয়ী