নিজেদের ঘাম-শ্রম-মেধার সবটুকু ঢেলে দিয়ে সিএন্ডএফ এজেন্টরা সচল রেখেছেন চট্টগ্রাম বন্দর ও কাস্টমস। দেশের অর্থনীতির চাকাকে সচল রাখার ক্ষেত্রে আমদানি রপ্তানি বাণিজ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ, যারা এই কর্মকান্ডে প্রতিদিন জড়িত সেই সিএন্ডএফ এজেন্টরা আজ নানাভাবে নির্যাতিত। আকতার-বাচ্চু-বিলু প্যানেল নির্বাচিত হলে লাইসেন্সিং রুলস সংশোধনের দাবিতে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে। গতকাল সোমবার চিটাগাং কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভায় ছৈয়দুল মোস্তফা চৌধুরী রাজুর সভাপতিত্বে সভায় সভাপতি পদপ্রার্থী একেএম আকতার হোসেন উপরোক্ত বক্তব্য রাখছিলেন। এতে বক্তব্য রাখেন প্রথম সহ সভাপতি পদপ্রার্থী আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সাধারণ সম্পাদক পদপ্রার্থী কাজী মাহমুদ ইমাম বিলু। সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী শিহাব চৌধুরী বিপ্লবের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন সিএন্ডএফ ফেডারেশনের সভাপতি মফিজুর রহমান স্বজন, মহাসচিব সুলতান হোসেন খান, ঢাকা কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক খায়রুল বাশার, বীর মুক্তিযোদ্ধা এম এ হাশেম, এম এ সাত্তার, এস এম মোয়াজ্জেম হোসেন, উপদেষ্টা জাহাঙ্গীর আলম, মোহাম্মদ সোলায়মান, আবদুল গণি, আহমেদুল হক, ফ্রেইট ফরোয়ার্ডার্স এসোসিয়েশনের সহ সভাপতি আমীরুল ইসলাম চৌধুরী মিজান, সাবেক সভাপতি এম এ কাশেম, দেলোয়ার হোসেন খোকা প্রমুখ। সভায় সিএন্ডএফ এজেন্টদের উপস্থিতিতে প্রার্থীদের পরিচয় করিয়ে দেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী কাজী মাহমুদ ইমাম বিলু। প্রেস বিজ্ঞপ্তি।