চিটাগাং কালেক্টরস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

| রবিবার , ৮ জানুয়ারি, ২০২৩ at ৮:৫১ পূর্বাহ্ণ

চিটাগাং কালেক্টরস ক্লাবের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী গত শুক্রবার সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রবাল দে।

প্রধান অতিথি ছিলেন ইতিহাসবিদ হারুন রশীদ। তিনি বলেন, ইতিহাসঐতিহ্যে চট্টগ্রামের রয়েছে গৌরবোজ্জ্বল অতীত। সভ্যতাসংস্কৃতির কালক্রমে যে বিবর্তন, সেটার অতীতবর্তমান চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে সুস্পষ্টভাবে ফুটে উঠে। এই চট্টগ্রামের ইতিহাস জন্ম দিয়েছে অনেক মনীষীর। তাদের অনেক অবদান রয়েছে। আমাদের দায়িত্ব এসব মনীষীর অবদান খুজেঁ সংরক্ষণ করা। তাদের অবদান প্রজন্মের কাছে তুলে ধরা।সংগঠনের সাধারণ সম্পাদক সুজয় সেন গুপ্তের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন এ এইচ এম ফেরদৌস, সুব্রত চৌধুরী, তোফায়েল আমিন রবীন, সত্যজিত ঘোষ, চিনু সাহা, ফাতেমা ফেরদৌস নিপা এবং দেবাশীষ রায়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফিশারীঘাট আধুনিক মৎস্য বাজার পরিদর্শনে ডিসি
পরবর্তী নিবন্ধদুস্থদের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্ব