চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গত ১২ জুলাই সম্পন্ন হয়। সংগঠনের সভাপতি মুহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুহাম্মদ আরিফুল ইসলামের সঞ্চালনায় নিউইয়র্কস্থ লং আইল্যান্ডের বেলমন্ট লেক স্টেট পার্কের ম্যাপল প্যাভিলিয়নে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়ে। পুরস্কার বিতরণ করেন আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুল কাদের মিয়া।
এসময় উপস্থিত ছিলেন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক জুবায়ের মানিক, ট্রাষ্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান ও দুইবারের সাবেক সভাপতি মোহাম্মদ হানিফ, কাজী শাখাওয়াত হোসেন আজম, সরোয়ার জামান সিপিএ, ট্রাষ্টি বোর্ডের সাবেক কো চেয়ারম্যান শামশুল আলম, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ খালেদ, সাহাবুদ্দিন সাগর, সেলিম হারুন, মুক্তিযোদ্ধা রুহুল আমিন হোসেন, মোহাম্মদ হান্নান, এটর্নি মঈন চৌধুরী, আবুল হাশেম, কাজী আশরাফ হোসেন নয়ন, সাবেক উপদেষ্টা এনাম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মুনির আহমেদ, মুর্শেদ রিজবি চৌধুরী, মোহাম্মদ সেলিম, জ্যামাকা মুসলিম সেন্টারের সাধারণ সম্পাদক আফতাব মন্নান, এডভোকেট মুজিব প্রমুখ। পিকনিক কমিটির সদস্য সচিব এবং সমিতির ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ইছার পরিচালনায় বিশাল সবুজ মাঠে নানারকমের ক্রীড়া প্রতিযোগিতার ইভেন্ট ছিল– বয়সভিত্তিক দৌড়, অংকের খেলা, ফুটবল, মেয়েদের হাঁড়িভাঙা, দড়ি টানাটানি ইত্যাদি।