চিটাগাং এরিস্টোক্রেট রোটারী ক্লাবের রোটাবর্ষের প্রথম সভা

| বৃহস্পতিবার , ১৩ জুলাই, ২০২৩ at ৭:১০ পূর্বাহ্ণ

রোটারী ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেটের রোটাবর্ষের প্রথম সভা সভাপতি রোটারিয়ান সাদমান সাঈকা সেফার সভাপতিত্বে নগরীর সিএমপি অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান। সভার উদ্ধোধন করেন ডিস্ট্রিক্ট গভর্নর নমিনী ডা.মঈনুল ইসলাম মাহমুদ।

উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি মো. আকবর হোসেন, ডিস্ট্রিক্ট এঙিকিউটিভ সেক্রেটারী শামসুল আলম রিপন। রোটাবর্ষের পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন নোমান বিন জহির উদ্দিন। প্রধান অতিথি ক্লাবের ভূয়সী উন্নয়ন কর্মকান্ডের প্রশংসা করেন এবং সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেন। ডিস্ট্রিক্ট গভর্নর নমিনী ডা. মঈনুল ইসলাম মাহমুদ নারীর ক্ষমতায়ন এবং নারীদের রোটারীতে অংশ নিতে উদ্যোগ গ্রহণের জন্য ক্লাব প্রেসিডেন্ট কে অনুরোধ করেন।

উপস্থিত ছিলেন ক্লাবের মোস্তফা আশরাফুল ইসলাম আলভী, অ্যাডভোকেট জোবায়ের হোসেন শিবলী, ডা. কামাল হোসেন জুয়েল, তানভীর শাহরিয়ার রিমন, ইঞ্জিনিয়ার মো. ইমরান, মো. মনোয়ারুল হক, ডা. মো. জয়নাল আবেদীন মুহুরী, ক্লাব সেক্রেটারি মো. শামীম রেজা, ট্রেজারার মোহাম্মদ তারেক আফসার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহানগরী ও হাটহাজারীতে ঘাসফুলের বৃক্ষরোপণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় রোপণ করা হলো দেড় হাজার নারকেল চারা