চিটাগাং এক্স শাহীন এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা

| শনিবার , ৪ জানুয়ারি, ২০২৫ at ১০:২৬ পূর্বাহ্ণ

চিটাগাং এক্স শাহীন এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা গতকাল শুক্রবার কেইপিজেডের বাম্বু হাউজে অনুষ্ঠিত হয়। পুরষ্কার বিতরণ অনুষ্ঠান ও বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মোহাম্মদ এনামুল হক। সভা সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিউল আলম রানা ও সহ সাংগঠনিক সম্পাদক মো. আল মামুন মুন।

বক্তব্য দেন, উপদেষ্টা কাজী সুজাউদ্দিন আহামেদ বাবু ও মোশতাক আহমদ তালুকদার, সহসভাপতি ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদ বুলবুল ও ডা. তারেক আহমেদ, মো. রেজাউল করিম রাশেদ রেজা, ইয়াছির আরাফাত, চৌধুরী মো. ফজলে রাব্বি, মো. মিজানুর রহমান, একেএম আবুল বাশার সোহেল, সদরুল আমিন, রাকিব মাহমুদ ডানা, ফয়সাল আহমেদ দোলন, মশিউর রহমান রাজু, মুহিদুল ইসলাম আরকান, শওকত জামান, চৌধুরী আনোয়ারুল আজিম, অ্যাডভোকেট আবু আনিস খান, ইসমাইল চৌধুরী, হালিমা খাতুন নিশাত, সেলিম আনোয়ার প্রমুখ। সভায় বক্তারা সংগঠনের সার্বিক সাফল্য কামনা করে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এতে আগামী ২১ ফেব্রুয়ারি মুলতবি সাধারণ সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। শেষে সভাপতি ধন্যবাদসূচক বক্তব্য দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি কে এম সফিউল্লাহ
পরবর্তী নিবন্ধনবীন মেলার জরুরি সভা