‘সেকেন্ড স্মল অ্যান্ড মিডিয়াম সাইজড এন্টারপ্রাইজ ডেভেলাপমেন্ট প্রজেক্ট’ শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিডব্লিউসিসিআই) এবং আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের যৌথ উদ্যোগে নারী উদ্যোক্তা হেল্পডেস্ক স্থাপন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় চিটাগাং উইম্যান চেম্বার কার্যালয়ের সেমিনার হলে এ হেল্পডেস্ক উদ্বোধন করেন মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন। অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন চিটাগাং উইম্যান চেম্বারের প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী, সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আবিদা মোস্তফা। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে হাসিনা মহিউদ্দিন আশা প্রকাশ করে বলেন, এই হেল্পডেস্ক স্থাপনের মাধ্যমে নারী উদ্যোক্তাদের ব্যাংক ঋণ প্রাপ্তির ক্ষেত্রে বিদ্যমান নানা হয়রানির অবসান ঘটবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক ও উপ-প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম সরকার, উইম্যান চেম্বারের ভাইস প্রেসিডেন্ট রেখা আলম চৌধুরী, প্রাক্তন ভাইস-প্রেসিডেন্ট জেসমিন আক্তার, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আন্তর্জাতিক নারী উদ্যোক্তা লিলিত আসাট্রিয়ান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক ও প্রকল্প ব্যবস্থাপক আহমেদ জুবায়ের মাহবুব, আইপিডিসি’র এজিএম এবং হেড অফ এসএমই মোহাম্মদ মাহমুদুর রহমান শাওন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক ও প্রকল্প ব্যবস্থাপক বিধান চন্দ্র সাহা। প্রেস বিজ্ঞপ্তি।