নারী উদ্যোক্তা অর্থায়ন নিশ্চিতে চিটাগাং উইম্যান চেম্বার এবং এসএমইডিপি-২ প্রকল্পে চুক্তিবদ্ধ আর্থিক প্রতিষ্ঠানসমূহের মধ্যে সহযোগিতা ও সমন্বয়ে গতকাল শুক্রবার উইম্যান চেম্বার সেমিনার হলে কর্মশালা শুরু হয়েছে। কর্মশালা উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক ও উপ-প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগদান করেন চিটাগাং উইম্যান চেম্বারের প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা সুলতানা, ডা. মুনাল মাহবুব এবং এডিবির আর্ন্তজাতিক নারী উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক এঙপার্ট লিলিত আসাট্রিয়ান। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক ও প্রকল্প ব্যবস্থাপক আহমেদ জুবায়ের মাহবুব, বিধান চন্দ্র সাহা, আইপিডিসির এজিএম এবং হেড অফ এসএমই মোহাম্মদ মাহমুদুর রহমান শাওন, চিটাগাং উইম্যান চেম্বারের ভাইস প্রেসিডেন্ট রেখা আলম চৌধুরী, প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট জেসমিন আক্তার, আইভি হাসান, পরিচালক রেবেকা নাসরিন, লুৎমিলা ফরিদ, ফাতেমা বেগম, প্রাক্তন পরিচালক কাজী তুহিনা আক্তার, নূর জাহান আক্তার মিতু, লুৎফা সানজিদা, সদস্য দৌলাতুন্নেছা, বেবী হাসান, রেহনুমা মরিয়ম তুলি, দিলরুবা হোসনা, শিরিন আক্তার শিল্পী, আনোয়ারা শাহরিয়ার রিনু, শাহনাজ খান, জান্নাতুল ফেরদৌস, ফাতেমা চৌধুরী, লূৎফুন নাহার লুৎফা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।