চিটাগাং উইম্যান চেম্বার প্রেসিডেন্ট আবিদা সুলতানা এসএমই ফাউন্ডেশনের পরিচালক মনোনীত

| মঙ্গলবার , ৮ জুলাই, ২০২৫ at ৮:১০ পূর্বাহ্ণ

চিটাগাং উইম্যান চেম্বারের প্রেসিডেন্ট আবিদা সুলতানা ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের (এসএমই ফাউন্ডেশন) পরিচালক মনোনীত হয়েছেন। তিনি ২০২৫২০২৭ দুইবছরের জন্য মনোনীত হয়েছেন। এসএমই ফাউন্ডেশন বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত একটি অলাভজনক ও উন্নয়নমূলক জাতীয় প্রতিষ্ঠান। যা শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশর মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দেশের নারী উদ্যোক্তাদের মূলধারায় আনতে ফাউন্ডেশন বিশেষ সহায়তা প্রদান করে থাকে। আবিদা সুলতানা চট্টগ্রামের একজন সফল নারী উদ্যোক্তা ও সমাজসেবী। তিনি দীর্ঘদিন চিটাগাং উইম্যান চেম্বারের সাথে যুক্ত এবং বর্তমানে নির্বাচিত প্রেসিডেন্ট। উল্লেখ্য, চিটাগাং উইম্যান চেম্বার, এসএমই ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকেই চট্টগাম অঞ্চলের এসএমই খাতের উদ্যোক্তা বিশেষভাবে নারী উদ্যোক্তাদের উন্নয়নে যৌথভাবে কাজ করে যাচ্ছে এবং এই ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদে প্রতিনিধিত্ব করে আসছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকানাডার এমপি সালমা জাহিদের সঙ্গে মেয়র শাহাদাতের সাক্ষাৎ
পরবর্তী নিবন্ধফোনে বন্ধুদের কাছে ক্ষমা চাওয়ার পরদিন মিলল যুবকের ঝুলন্ত লাশ