চিটাগাং উইম্যান চেম্বারের তরুণ নেতৃত্ব আগামীতে নারী উদ্যোক্তাদের পথ দেখাবে

কর্মশালার সমাপনীতে কামরুন মালেক

| বৃহস্পতিবার , ৫ অক্টোবর, ২০২৩ at ৪:৫২ পূর্বাহ্ণ

চিটাগাং উইম্যান চেম্বারের তরুণ নেতৃত্ব আগামীতে শুধু বাংলাদেশ নয় পৃথিবীব্যাপী নারী উদ্যোক্তাদের পথ প্রদর্শক হিসেবে কাজ করবে। চিটাগাং উইম্যান চেম্বারের প্রাক্তন প্রেসিডেন্ট কামরুন মালেক গতকাল বুধবার এক কর্মশালায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চিটাগাং উইম্যান চেম্বারের আয়োজিত পলিসি এজেন্ডা ফর স্ট্র্যাটেজি প্ল্যান থ্রু প্রগ্রেস প্রজেক্ট : কন্সালটেশন মিটিং উইথ সিডব্লিউসিসিআই বোর্ড মেম্বারস শীর্ষক দুইদিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। তিনি বলেন, মনোয়ারা হাকিম আলীর নেতৃত্বে আমরা বর্তমানে সিডব্লিওসিসিআইকে দেশের এক নম্বর মহিলা চেম্বারে পরিণত করতে পেরেছি। ভবিষ্যতে নতুন প্রজন্মের নেতৃত্বে আমরা আন্তর্জাতিকভাবে সেরা মহিলা চেম্বার হিসেবে স্বীকৃতি অর্জন করতে পারবো। চিটাগাং উইম্যান চেম্বারের প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, চিটাগাং উইম্যান চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফা ও ডা. মুনাল মাহবুব, ভাইস প্রেসিডেন্ট নিশাত ইমরান, সীমা খাতুন, সামীম মোর্শেদ ও লুৎমিলা ফরিদ, প্রাক্তন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, বর্তমান ও প্রাক্তন পরিচালকরা উপস্থিত ছিলেন। কর্মশালা পরিচালনা করেন, কনসালটেন্ট ফেরদৌস আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন চিটাগাং উইম্যান চেম্বারের কনসালটেন্ট এডিবি, টিএ প্রকল্পের টিম লিডার আলী সাবেত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিদেশে খালেদার চিকিৎসায় একটিই উপায় আছে : আইনমন্ত্রী
পরবর্তী নিবন্ধরূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হস্তান্তর অনুষ্ঠান আজ