চিটাগাং উইম্যান চেম্বারের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করল এপিক হেলথ কেয়ার লিমিটেড। এই সমঝোতা স্মারক স্বাক্ষরের আওতায় এপিক হেলথ কেয়ার চিটাগাং উইম্যান চেম্বারের সদস্যদের বিশেষ ছাড়ে স্বাস্থ্য সেবা প্রদান করবে। গত ২০ জুলাই এ বিষয়ে উভয় প্রতিষ্ঠানের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চিটাগাং উইম্যান চেম্বারের অতিরিক্ত সচিব সানজিদা কাইয়ুম ও এপিক হেলথ কেয়ারের এজিএম (এইচআর অ্যান্ড এডমিন) মো. আরেক হোসেন স্ব–স্ব প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে চিটাগাং উইম্যান চেম্বারের পরিচালক নূজহাত নূয়েরি কৃষ্টি, বেবি হাসান, নুর আক্তার জাহান, সাহেলা আবেদিন, প্রাক্তন পরিচালক ফেরদৌসি ইয়াসমিন খানাম, এপিক হেলথ কেয়ারের পক্ষে ম্যানেজার অপারেশন ডা. হামিদ হোছাইন আজাদ, ম্যানেজার কর্পোরেট অ্যান্ড ব্রান্ড সাইফুল ইসলামসহ চিটাগাং উইম্যান চেম্বারের সদস্য সিতারা রহমান, রেহনুমা মরিয়ম তুলি প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।