চেক প্রতারণার মামলায় ফাতেমা বেগম নামের চিটাগাং উইম্যান চেম্বারের সাবেক এক পরিচালককে তিন বছর ১০ মাস কারাদণ্ড ও ৫৬ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। গতকাল সোমবার চট্টগ্রামের ৬ষ্ঠ যুগ্ম মহানগর দায়রা জজ ড. আবুল হাসানাত এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় ফাতেমা বেগম আদালতে অনুপস্থিত ছিলেন।বাদীর আইনজীবী জাফর ইকবাল বিষয়টি নিশ্চিত করে বলেন, পৃথক ৬ টি মামলায় আদালত ফাতেমা বেগমকে এ কারাদণ্ড ও জরিমানা করেছেন। এরমধ্যে পাঁচটি মামলায় ৮ মাস করে কারাদণ্ড এবং ১০ লাখ ২০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়।
অপর মামলায় ৬ মাসের কারাদণ্ড এবং পাঁচ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আইনজীবী জাফর ইকবাল আরো বলেন, ২০২০ সালের সেপ্টেম্বর মাসে মো. হোসেন নামে এক ব্যবসায়ী চেক প্রতারণার অভিযোগে ফাতেমা বেগমের বিরুদ্ধে আদালতে এসব মামলা দায়ের করেন।