আইএফআইসি ব্যাংকের ৭৩ কোটি ৩৬ লাখ ২০ হাজার ৫১৫ টাকা আত্মসাতের মামলায় মেসার্স চিটাগাং ইস্পাতের মালিক হারুনুর রশিদ ও তার স্ত্রী আনজুমান আরা বেগমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। গতকাল মঙ্গলবার অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে ব্যাংক কর্তৃপক্ষ তাদের প্রতি গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে আদালতের কাছে আবেদন করেন। অর্থঋণ আদালতের পেশকার মো. রেজাউল করিম আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শীর্ষ ঋণখেলাপিদের মধ্যে চিটাগাং ইস্পাত অন্যতম। আদালত সূত্র জানায়, ৭৩ কোটি ৩৬ লাখ ২০ হাজার ৫১৫ টাকা আত্মসাতের অভিযোগে মেসার্স চিটাগাং ইস্পাত, এ প্রতিষ্ঠানের মালিক হারুনুর রশিদ ও তার স্ত্রী আনজুমান আরা বেগমের বিরুদ্ধে ২০১২ সালের শুরুর দিকে একটি অর্থঋণ মামলা করে (মামলা নং ১৩১/২০১২) আইএফআইসি ব্যাংক আগ্রাবাদ শাখা কর্তৃপক্ষ। ২০১৮ সালের ৩১ অক্টোবর এ মামলায় তখন ব্যাংকের পক্ষে রায় ঘোষণা হয়। রায়ে ৬০ দিনের মধ্যে টাকা পরিশোধের কথা বলা হয়। কিন্তু তারা তা করেনি। পরবর্তীতে ২০১৯ সালের ৪ জুলাই ব্যাংক কর্তৃপক্ষ উক্ত টাকা ফেরত পেতে একটি জারি মামলা দায়ের করে।