পশ্চিম বাকলিয়ার সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন চিটাগাং ইডেন ক্লাবের স্থায়ী কমিটির সভা গত ১৩ মে কমিটির চেয়ারম্যান শাহজাহান হায়দার চৌধুরীর সভাপতিত্বে ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভায় শাহজাহান হায়দার চৌধুরীকে আহ্বায়ক, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ ফোরকান হোসেন চৌধুরী, এসএম আহসানুল কবির চৌধুরী (টিটু), মো. টিপু সুলতানকে যুগ্ম আহবায়ক এবং মো. নজরুল ইসলাম মিঠু, মো. সিরাজুল ইসলাম, শাহরিয়ার চৌধুরী পলেনকে সদস্য করে ৯ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের স্থায়ী কমিটির সদস্য মো. আজগর হোসেন, মো. ইদ্রিস, মো. জলিল ও তৌসিফ উদ্দীন খান। প্রেস বিজ্ঞপ্তি।