চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে দ্বিতীয় জয় পেয়েছে চিটাগাং মাস্টার্স এবং চিটাগাং ইউনাইটেড। গত রোববার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে চিটাগাং ইউনাইটেড ৮ উইকেটে শহীদ শাহজাহান সংঘ মাস্টার্সকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে শহীদ শাহজাহান সংঘ মাস্টার্স র্নিধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১১৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করে রাজেশ। এছাড়া পল্লব ১৩, বিপ্লব ১০ এবং পায়েল করেন ১০ রান। চিটাগাং ইউনাইটেডের পক্ষে আমিন নিয়েছেন ৪ উইকেট। জবাবে ব্যাট করতে নামা চিটাগাং ইউনাইটেড ১০.৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। দলের পক্ষে সেজান ৩৭ বলে করেন ৬৫ রান। এছাড়া ১৭ বলে ৩৪ রান করেন ওয়ালিদ। বিজয়ী দলের সেজান ম্যাচ সেরা নির্বাচিত হন। তার হাতে পুরষ্কার তুলে দেন ইস্পাহানী গ্রুপের প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন। এ সময় ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সহ সভাপতি সুজিত রায় তমাল উপস্থিত ছিলেন। একই মাঠে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে চিটাগাং মাস্টার্স ১৮ রানে ওল্ড ব্রাইট এসোসিয়েশনকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নামা চিটাগাং মাস্টার্স নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৯ রান করেন আজিম উদ্দিন। এছাড়া রাইসুর ৩৬, সুমন ২৯ এবং জাহেদুল করেন ১৮ রান। ওল্ড ব্রাইট এসোসিয়েশনের তাসলিম নিয়েছেন ৩ উইকেট। জবাবে ব্যাট করতে নামা ওল্ড ব্রাইট এসোসিয়েশন নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৩৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে জিয়াউিদি্দন আদিল করেন ৬৮ রান। এছাড়া রয়্যাল ৩৩ এবং মুসাব্বির করেন ১১ রান। চিটাগাং মাস্টার্সের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন আজিম এবং রাশেদ। বিজয়ী দলের আজিম ম্যাচ সেরা নির্বাচিত হন। তার হাতে পুরষ্কার তুলে দেন সাবেক কৃতি ক্রিকেটার এবং কোচ তপন দত্ত। এসময় ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।