চিটাগং স্টক এক্সচেঞ্জে জি-সিকিউরিটিজ বিষয়ক সচেতনতামূলক প্রোগ্রাম

| মঙ্গলবার , ২৫ জুলাই, ২০২৩ at ৮:১৯ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই), ট্রেকহোল্ডারদের জন্য গত ২৩ জুলাই অনলাইন প্লাটফর্মের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের প্লাটফর্মে Primary Auction Flowএবং স্টক এক্সচেঞ্জ ট্রেডিং প্লাটফর্মে বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড (বিজিটিবি ) / জিসিকিউরিটিজ বিষয়ক সচেতনতামূলক প্রোগ্রামের আয়োজন করেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএসই’র ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. গোলাম ফারুক। অনুষ্ঠানে অনলাইন প্লাটফর্মের (জুম) মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ঋণ ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন এবং সিডিবিএল এর সিডিএস অ্যাপ্লিকেশন এন্ড ট্রেনিং বিভাগের জেনারেল ম্যানেজার মোঃ মইনুল হক রিসোর্স পার্সন হিসেবে যুক্ত ছিলেন ।

এ সময় আরও উপস্থিত ছিলেন সিএসইর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) মোহাম্মদ মাহাদি হাসান, সিএফএ, ডিজিএম এন্ড হেড অব ইনফরমেশন টেকনোলজি, মোহাম্মদ মেজবাহ উদ্দিন, ডিজিএম এন্ড হেড অব বিজনেস প্রমোশন, মোহাম্মাদ মনিরুল হক, ডিজিএম এন্ড হেড অব ট্রেক মার্কেটিং সার্ভিসেস মো. মর্তুজা আলম। সিএসইর ট্রেনিং এন্ড এওয়ারনেস বিভাগের প্রধান এম সাদেক আহমেদ পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন।

অনুষ্ঠানে বিভিন্ন ব্রোকারেজ হাউজের প্রায় দেড় শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে সাপের কামড়ে যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধবাঁশখালীর সাধনপুরে ১ হাজার শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ