চিটাগং শপিং কমপ্লেক্সকে উন্নত ব্যবসায়িক হাব হিসেবে প্রতিষ্ঠা করা হবে

ইফতার মাহফিল অনুষ্ঠানে মেয়র শাহাদাত

| সোমবার , ২৪ মার্চ, ২০২৫ at ৬:৩৩ পূর্বাহ্ণ

চিটাগং শপিং কমপ্লেক্সকে উন্নত ব্যবসায়িক হাব হিসেবে প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। গতকাল রোববার চিটাগং শপিং কমপ্লেক্স দোকান কর্মচারী সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় মেয়র তার বক্তব্যে রমজান মাসের গুরুত্ব তুলে ধরে বলেন, রমজান মাস একটি বিশেষ সময়, যা আত্মশুদ্ধি এবং গুনাহ মাফ করার মাস। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভাষায়, রমজান মাসে যে বান্দা গুনাহ ক্ষমা করতে পারে না, তার চেয়ে দুর্ভাগা আর কেউ হতে পারে না। এই রমজান মাসে আমাদের সবাইকে অবশ্যই এমন শিক্ষা অর্জন করতে হবে, যাতে আমরা আগামী ১১ মাসেও একইভাবে সত্য, ন্যায় এবং দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে পারি। মেয়র আরও বলেন, রমজানের শিক্ষায় আমরা যদি নিজেকে শুদ্ধ করতে পারি, তবে আমাদের সমাজে অবিচার, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে আমরা শক্তিশালী ভূমিকা রাখতে পারব। সমাজে ইসলামিক মূল্যবোধ বাড়াতে পারবো। এ সময় উপস্থিত ছিলেন চিটাগং শপিং কমপ্লেক্স দোকান কর্মচারী সমিতির সভাপতি মোহাম্মদ ফজলুল হক (জাবেদ), সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মাকসুদুর রহমান, সহ সভাপতি মোহাম্মদ জসীম উদ্দীন, মোহাম্মদ শহিদুল ইসলাম, মোহাম্মদ আশরাফ হোসেন, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ শফিউল্লাহ সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদৃষ্টির আবৃত্তি কর্মশালার সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ
পরবর্তী নিবন্ধফিলিস্তিনে হত্যাকাণ্ড ও দেশে নারী-শিশুর ওপর নির্যাতনকারীদের বিচার দাবি