লায়ন্স ক্লাব অব চিটাগং ও জোনটা ক্লাব অব চিটাগং এর যৌথ উদ্যোগে চক্ষু ও দন্ত সেবা ক্যাম্প নগরীর দক্ষিণ পতেঙ্গা কাটগড় এলাকার জনাব আলী পাইলট স্কুলে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। এ চক্ষু ও দন্ত সেবা ক্যাম্পে প্রায় ৫০০ ছাত্র/ছাত্রী ও স্থানীয় জনসাধারণকে চিকিৎসা সেবা দিয়েছেন লায়ন্স চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ। এতে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগং ও জোনটা ক্লাব অব চিটাগং এর প্রেসিডেন্ট লায়ন রেবেকা নাসরিন, ক্লাব সেক্রেটারি লায়ন বাসুদেব সিনহা, ট্রেজারার লায়ন অনুপম মজুমদার, লায়ন ইসমাঈল চৌধুরী, লায়ন মো. খোরশেদ আলী, লায়ন মানস্ বড়ুয়া, লিও মিনহাজুর রহমান শিহাব, লিও শাহাদাত হোসেন সাইফ, ডা. শোভা চক্রবর্তী, জসিম উদ্দিন, মিসমা আকতার, অনন্য রিফাত প্রমুখ।
লায়ন রেবেকা নাসরিন বলেন, সেবার জগতে বরাবরই লায়ন্স ক্লাব অব চিটাগং এক অনন্য দৃষ্টান্ত রেখে চলেছে এই জেলায়। সমাজের সুবিধাবঞ্চিত ছাত্র/ছাত্রী ও গণমানুষের পাশে দাঁড়াতে পেরে লায়ন্স হিসেবে আমরা নিজেরা গর্বিত। পাশাপাশি সকল লায়ন্সকে এগিয়ে আসার আহ্বান জানাই। ইনশাল্লাহ ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। তিনি প্রোগ্রামে আসা সকল লায়ন ও লিওদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।