রোটারি ক্লাব অব চিটাগং রিভার শাইনের নিয়মিত সভা ও ইফতার মাহফিল ক্লাব সভাপতি রোটারিয়ান ডা. নাজ সোহানী সুলতানার সভাপতিত্বে গত ২০ মার্চ চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন দৈনিক আজাদীর সিনিয়র সাব এডিটর শামীম আরা লুসি। তিনি সমাজের দুস্থদের কল্যাণে সকলকে এগিয়ে আসার আহবান জানান। এছাড়াও রোজার ফজিলত ও করনীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন রোটারিয়ান রুহেলা খান চৌধুরি, রোটারিয়ান কাজী মো. আশেকে এলাহী, রোটারিয়ান মিজানুর রহমান। আগামীর ক্লাব প্রজেক্ট সম্পর্কে সকালে অবহিত করেন রোটারিয়ান সানিউল ইসলাম। এছাড়া বিশেষ মুনজাত ও দোয়া পরিচালনা করেন রোটারিয়ান ক্যাপ্টেন আজিজ। ভোট অফ থ্যাংস প্রদান করেন ক্লাব সেক্রেটারি রোটারিয়ান আ,হ,ম, জাহাঙ্গীর। এছাড়া উপস্থিত ছিলেন রোটারিয়ান মুরতুজা বেগম, রোটারিয়ান তাসকিয়া জহুর চৌধুরী, রোটারিয়ান শীলা করিম ও তাহাসিন ফারহা। প্রেস বিজ্ঞপ্তি।