চিটাগং ক্লাবে পিঠা ফুল ও বই প্রদর্শনী

| সোমবার , ৮ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:০৮ পূর্বাহ্ণ

বর্র্ণিল অয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো চিটাগং ক্লাব লিঃ আয়োজিত দিনব্যাপী পিঠা, ফুল ও বই প্রদর্শনী ২০২১। গত শনিবার সকাল থেকে শুরু হয় প্রদর্শনীর কার্যক্রম। দীর্ঘসময় পর ক্লাবে এমন একটি জাকজমকপূর্ণ অনুষ্ঠানটি ছিল অন্যান্য বারের তুলনায় একটু ব্যতিক্রম। কোভিড ১৯ এর কারণে মুখে মাঙ লাগিয়ে সকলের মধ্যে ছিল নিরাপদ দূরত্ব বজায় রাখার প্রবণতা। বেলা বাড়ার সাথে সাথে প্রদর্শনী এলাকায় বাড়তে থাকে দর্শক সমাগম। প্রদর্শনীতে পিঠাপুলি নিয়ে অংশ নেয় গোল্ডেন ফার্ম, মেরীস কীচেন, এন কে শেকিং হাউস, ডিস এন্ড ডেজার্ট, অমৃত উদ্যান, ইভাস কীচেন, জিন্নাত কীচেন, নকশী পিঠা সমাহার খাইলেই আয়ুন এবং সিসিএল পিঠাঘর। গোলাপসহ নানা জাতের ফুল নিয়ে হাজির হয় নার্সারিগুলো। এর পাশাপাশি ছিল বাতিঘর, কারেন্ট বুক সেন্টার ও বিচিত্রা লাইব্রেরির মত বুক স্টলগুলোর পাঠক প্রিয় বই এর জনপ্রিয় সংগ্রহ। এছাড়া যোগ হয় এইচ এম এন্ড কালেকশন, রোজ বুটিকস্‌, কার্ফটি মারুফা এর মত দেশীয় ফ্যাশনের বস্ত্র সমহার আর মেহেদী কর্ণার।
ক্লাবের সুইমিংপুল চত্ত্বরে বেলুন উড়িয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন চিটাগাং ক্লাবের ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল হক মঞ্জু। শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সুইমিংপুল ও গার্ডেন বিভাগের মেম্বার ইনচার্জ আজিজুল হাকীম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব জেনারেল কমিটির সদস্য জাবেদ হাশেম নান্নু, ইমতিয়াজ হাবীব রনি, সৈয়দ আহসানুল হক শামীম, রুমানা হায়াত, মাহবুবুল কবির খান, আলী আহসান সেলিম, এএএম ইমতিয়াজ চৌধুরী রকি, মঞ্জুরুল আলম পারভেজসহ সাব কমিটির সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘যৌতুক ও মাদকের গ্লানি থেকে মুক্তি পেতে সম্মিলিত প্রচেষ্টা জরুরি’
পরবর্তী নিবন্ধমানিক মহাজন