চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ৩য় সমাবর্তন কাল

| রবিবার , ১৮ জানুয়ারি, ২০২৬ at ৮:০০ পূর্বাহ্ণ

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)-এর ৩য় সমাবর্তন আগামীকাল সোমবার সকালে চট্টগ্রামের টাইগারপাসস্থ নেভি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের প্রতিনিধি হিসেবে শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করবেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। সমাবর্তন বক্তা হিসেবে যোগ দেবেন বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক’র চেয়ারপারসন, ‘পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী সভাপতি এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেবেন সিআইইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লুৎফে এম আইয়ুব, সিআইইউর প্রতিষ্ঠাতা ট্রাস্ট ‘এডুকেশন, সায়েন্স, টেকনোলজি অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট ট্রাস্টের (ইএসটিসিডিটি) চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া খান এবং সিআইইউর উপাচার্য অধ্যাপক ড. মীর মোহাম্মদ নুরুল আবসার।

এবারের সমাবর্তনে সিআইইউর বিভিন্ন অনুষদের মোট ১৬৭ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হবে। তাদের মধ্যে ১২০ জন ব্যবসায় প্রশাসন, প্রকৌশল, আইন এবং লিবারেল আর্টস অনুষদ থেকে স্নাতক এবং ৪৭ জন স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী। অনুষ্ঠানে নিজ নিজ প্রোগ্রামে অসামান্য কৃতিত্বের জন্য ৭ জন শিক্ষার্থীকে ‘টপ অ্যাচিভার্স’ অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতারেক রহমানের আগমন উপলক্ষে নগর বিএনপির প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধকক্সবাজারে আরএফপির আন্তধর্মীয় সম্প্রীতি সংলাপ