শিক্ষার্থীদের মধ্যে গবেষণামূলক মনোভাব বৃদ্ধির লক্ষ্যে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) সমপ্রতি অনুষ্ঠিত হলো “রাইট, সাইট, সাবমিট : এ কমপ্লিট রিসার্চ রোডম্যাপ” শীর্ষক একটি প্রাঞ্জল ও জ্ঞানভিত্তিক সেমিনার। ইঞ্জিনিয়ারিং অনুষদের ক্লাব আই ইইই সিআইইউ স্টুডেন্ট ব্রাঞ্চের উদ্যোগে আয়োজিত গবেষণা বিষয়ক এই বিশেষ সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কানাডার ক্লিনটেক কোম্পানি অ্যালটারবায়োটা এর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ম্যানেজার ড. সৌমিত্র পালিত। তিনি শিক্ষার্থীদের গবেষণার বিভিন্ন ধাপ, লেখালেখি, লিটারেচার রিভিউ, রিসার্চ গ্যাপ, সাইটেশন, রিসার্চ টেকনিক ও গবেষণা পত্র জমা দেওয়ার কৌশল নিয়ে বিশদ আলোচনা করেন। ইঞ্জিনিয়ারিং স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও ক্লাব সদস্যদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি রিডিং রুমে আয়োজিত সেমিনারে ড. পালিত তার বক্তৃতায় শিক্ষার্থীদের করা বিভিন্ন গবেষণামূলক প্রশ্নের উত্তর দেন এবং তাদের গবেষণায় মনোনিবেশ করার জন্য উৎসাহিত করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ারিং স্কুলের শিক্ষার্থী ইমন হোড়। এ সময় আই ইইই সিআইইউ স্টুডেন্ট ব্রাঞ্চ এর নতুন কমিটির সদস্যদের হাতে সনদপত্র তুলে দেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও ব্রাঞ্চ কাউন্সিলর অধ্যাপক ড. আসিফ ইকবাল। সেমিনার শেষে ড. সৌমিত্র পালিতকে ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। একইসাথে নতুন কমিটির পক্ষ থেকে ড. আসিফ ইকবালকেও তাঁর অব্যাহত সহযোগিতা ও দিকনির্দেশনার জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয়। চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি শিক্ষার্থীদের মধ্যে গবেষণাভিত্তিক জ্ঞানচর্চা এবং একাডেমিক উৎকর্ষতা অর্জনে আগ্রহী করে গড়ে তোলার লক্ষ্যে এই ধরণের সেমিনার আয়োজন করে থাকে। প্রেস বিজ্ঞপ্তি।