চিকিৎসা বিদ্যায় গবেষণার গুরুত্ব অশেষ

চক্ষুবিদ্যা জার্নালের মোডক উন্মোচন অনুষ্ঠানে ডা. রবিউল

| বুধবার , ২৭ এপ্রিল, ২০২২ at ১১:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রে চক্ষুবিদ্যা ও স্বাস্থ্য বিজ্ঞান জার্নালের ২য় সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় হাসপাতালের শ্রেণিকক্ষে অনুষ্ঠানিকভাবে সোসাইটি অব ইয়ং অফথালমোলোজিস অব বাংলাদেশের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জার্নালের মোডক উন্মোচন করেন চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের ম্যানেজিং ট্রাস্টি এবং ইমপেরিয়াল হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. রবিউল হোসেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ডা. রবিউল হোসেন বলেন, স্বাস্থ্য বিজ্ঞানের মেডিকেল শিক্ষা ক্ষেত্রে জার্নাল একটি গুরুত্বপূর্ণ বিষয়। চিকিৎসা শিক্ষা ক্ষেত্রে গবেষণার বিকল্প নেই। আর এই গবেষণার ফলাফল প্রকাশ হয় অথবা এটা সংরক্ষিত হয় জার্নালের মাধ্যমে। এছাড়া জার্নালের মাধ্যমে যেমন একটি প্রতিষ্ঠানের মান উন্নয়ন হয়, তেমনি শিক্ষকদের গবেষণাকেও উৎসাহিত করা হয়। এজন্য নিয়মিত জার্নালের প্রকাশের উপর গুরুত্বারোপ করেন তিনি।

চট্টগ্রাম চক্ষু হাসপাতালের রেসিডেন্ট সার্জন ডা. সোমা রানী রায়ের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক দীপক কুমার নাগ, ডা. মুজতাহিদ মোহাম্মদ হোসেন। ডা. এবিএম ইয়াছিন উল্লাহের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ডা. মোহাম্মদ শাহাজাহান সিরাজ। বক্তব্য রাখেন চট্টগ্রাম চক্ষু হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডা. মো. কামরুল ইসলাম, অধ্যাপক ডা. মনিরুজ্জামান ওসমানী, সিনিয়র কনসালটেন্ট ডা. রাজীব হোসেন, ডা. তনুজা তানজিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসরকারের উন্নয়ন সফলতা জনগণের মাঝে পৌঁছে দিতে হবে
পরবর্তী নিবন্ধশঙ্খে গোসল করতে নেমে শিশুর মৃত্যু