চিকিৎসা ক্যাম্পে ওষুধসহ সেবা পেলেন ৫ শতাধিক মানুষ

চকরিয়া প্রতিনিধি | রবিবার , ১ জানুয়ারি, ২০২৩ at ৫:১৭ পূর্বাহ্ণ

চকরিয়ার হারবাংয়ে অন্তত ৫শতাধিক নারীপুরুষকে দেওয়া হয়েছে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধপত্রাদি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ ও হারবাং ইউনিয়ন পরিষদের উদ্যোগে গতকাল শনিবার দিনব্যাপী এই ক্যাম্প চলে ইউনিয়নের রাখাইন পাড়া নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সকালে ক্যাম্পের উদ্বোধন করেন সংসদ সদস্য জাফর আলম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন দত্ত, হারবাং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহরাজ উদ্দিন মিরাজ প্রমুখ। এ ব্যাপারে ডা. শোভন দত্ত জানান, মেডিক্যাল ক্যাম্পে এসে নানান রোগের চিকিৎসা করান বিভিন্ন বয়সের অন্তত পাঁচ শতাধিক শিশু, নারীপুরুষ।

পূর্ববর্তী নিবন্ধঅর্থনৈতিক পরিমণ্ডলে পটিয়ার গুরুত্ব অপরিসীম
পরবর্তী নিবন্ধজঙ্গল সলিমপুরে দখলদারদের পুনর্বাসনের আশ্বাস দিতে হবে