চকরিয়ার হারবাংয়ে অন্তত ৫শতাধিক নারী–পুরুষকে দেওয়া হয়েছে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধপত্রাদি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ ও হারবাং ইউনিয়ন পরিষদের উদ্যোগে গতকাল শনিবার দিনব্যাপী এই ক্যাম্প চলে ইউনিয়নের রাখাইন পাড়া নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সকালে ক্যাম্পের উদ্বোধন করেন সংসদ সদস্য জাফর আলম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন দত্ত, হারবাং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহরাজ উদ্দিন মিরাজ প্রমুখ। এ ব্যাপারে ডা. শোভন দত্ত জানান, মেডিক্যাল ক্যাম্পে এসে নানান রোগের চিকিৎসা করান বিভিন্ন বয়সের অন্তত পাঁচ শতাধিক শিশু, নারী–পুরুষ।












