চিকিৎসাশাস্ত্রের সর্ববিদ্যায় পারদর্শী তিনি!

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:১১ পূর্বাহ্ণ

চিকিৎসাশাস্ত্রের সর্ববিদ্যায় পারদর্শী তিনি! নামের পাশে জুড়ে দিয়েছেন এমবিবিএস ডিগ্রী! আবার চেম্বার করতেন নিজের হোমিওপ্যাথি ওষুধের দোকানে। সেখান থেকেই যাকে যেমন ইচ্ছে চিকিৎসা দিতেন মেঘনাদ নাথ প্রদীপ (৩৯)। সহজ-জটিল সব রোগের চিকিৎসা জানা আছে তার! ভন্ডামির রেশ টানলেন র‌্যাবের জালে ধরা পড়ে। গত ২২ ফেব্রুয়ারি সন্ধ্যায় র‌্যাবের একটি আভিযানিক দল নগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর এলাকায় ‘নিউ প্যারাডাইস হোমিও হল’ নামে ওষুধের দোকান থেকে তাকে আটক করে। আটক প্রদীপ সন্দ্বীপ উপজেলার হারামিয়া ইউনিয়নের বাসিন্দা। তবে থাকেন নিউ প্যারাডাইস হোমিও হল সংলগ্ন এলাকায়।
র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার আজাদীকে জানান, র‌্যাব-৭ এর একটি টিম জানতে পারে, নগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর এলাকায় নিউ প্যারাডাইস হোমিও হলে জনৈক ব্যক্তি ডাক্তারি প্যাড তৈরি করে চেম্বার খুলে চিকিৎসার নামে নিরীহ রোগীদের সাথে প্রতারণা করে আসছেন। এমন তথ্যের ভিত্তিতে গত ২২ ফেব্রুয়ারি অভিযান চালিয়ে মেঘনাদ নাথ প্রদীপ নামে কথিত ওই চিকিৎসককে হাতে নাতে আটক করে।তিনি আরও জানান, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেঘনাদ স্বীকার করেছেন, সরকারি নিবন্ধনকৃত কোনো মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাস না করেও তিনি দীর্ঘদিন ধরে ভুয়া এমবিবিএস ডাক্তার সেজে নিরীহ রোগীদের বিভিন্ন জটিল রোগের ভুয়া চিকিৎসা প্রদান করে টাকা হাতিয়ে নিচ্ছিলেন। অভিযানে তার চেম্বার তল্লাশি করে বিভিন্ন ধরণের ডাক্তারি সরঞ্জাম জব্দ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধ‘আবার কবে দেখা হবে? যুদ্ধ শেষে…’!
পরবর্তী নিবন্ধঅফিসে যাওয়ার পথে কাভার্ডভ্যানের ধাক্কায় মৃত্যু