মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে সরকার যে মামলায় সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছে সেটা সাজানো মামলা। সরকার দেশকে একদলীয় রাষ্ট্রে পরিণত করেছে। খালেদা জিয়াকে সরকার বিদেশে চিকিৎসার সুযোগ না দিয়ে হত্যার ষড়যন্ত্র করে বাংলাদেশের অস্তিত্বকে বিলীন করার ষড়যন্ত্র করছে। তিনি গতকাল বুধবার নগরীর প্রবর্ত্তক মোড়ে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে ড্যাব, চট্টগ্রাম শাখার মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিশেষ অতিথি দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, আজকে কারো গণতান্ত্রিক অধিকার নেই।
ড্যাব চমেক শাখার সভাপতি অধ্যাপক ডা. মো. জসিম উদ্দীনের সভাপতিত্বে এবং ডা. এস এম সারোয়ার আলমের পরিচালনায় মানববন্ধনে প্রধান বক্তা ছিলেন, ড্যাব, চট্টগ্রাম জেলার সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দীন আহমেদ মানিক। বিশেষ অতিথি ছিলেন, ইয়াছিন চৌধুরী লিটন, ডা. মো. আব্দুল মান্নান, ডা. মো. আবুল কালাম, সাংবাদিক জাহিদুল করিম কচি ও ড্যাব মহানগর শাখার সভাপতি অধ্যাপক ডা. মো. আব্বাস উদ্দীন। বক্তব্য দেন, ড্যাব জেলা সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালী, পাবনার সাধারণ সম্পাদক ডা. আহম্মেদ মোস্তাফা নোমান, ডা. কাজী মাহবুব আলম, ডা. রাহাত খান অঞ্জন, ডা. মিনহাজুল আলম, নুর হোসাইন, ডা. তানভীর হাবিব তান্না, ডা. ইয়াছিন আরাফাত, ডা. মোহাম্মদ মইনুদ্দীন মইন, ডা. কমরুদ্দিন চৌধুরী শোয়েব, ডা. মেহেদী হাসান, ডা. সাদ্দাম হোসেন, ডা. মহসিনুল আজাদ, ডা. গিয়াস উদ্দিন নয়ন, ডা. সাইফ, ডা. হাসিব, ডা. জামশেদ, ডা. সুজন, ডা. আহমেদ মোস্তফা, ডা. মেহেদী, ডা. ইয়াসিন, ডা. তারেক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












