এশিয়া কাপ খেলতে যাওয়ার অপেক্ষা আরো বাড়ল লিটন দাসের। জ্বর পুরোপুরি না কমায় এখনও তিনি রওনা দিতে পারেননি শ্রীলঙ্কায়। তবে প্রথমবার জাতীয় দলে সুযোগ পাওয়া তানজিম হাসান উড়াল দিয়েছেন শ্রীলঙ্কার পথে। তিনি এরই মধ্যে কলম্বো পৌঁছে গেছেন। একই দিন চিকিৎসার জন্য লন্ডনের পথে আছেন এবাদত হোসেন চৌধুরী। এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ শ্রীলঙ্কায় স্বাগতিকদের বিপক্ষে । এই টুর্নামেন্টে অংশ নিতে গত রোববার দুপুরে ঢাকা ছাড়ে বাংলাদেশ দল। অসুস্থতার কারণে দলের সঙ্গে যেতে পারেননি লিটন। ইবাদত ছিটকে যাওয়ায় দলে ডাক পাওয়া পেসার তানজিমও ছিলেন না সেই বহরে। গতকাল সোমবার দুপুরের ফ্লাইটে চলে গেছেন তানজিম। সুস্থ হয়ে উঠলে একইসঙ্গে যেতেন লিটনও। কিন্তু তা হয়ে ওঠেনি। বিসিবির প্রধান চিকিৎসক জানিয়েছেন লিটনকে নিয়ে অপেক্ষা চলছেই। লিটন দাসের জ্বর বাড়েনি। বরং আগের চেয়ে একটু কমেছে। তবে এখনই সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না তাকে শ্রীলংকা পাঠানোর। ওষুধ দিলে জ্বর কমলেও লিটনের জ্বর ওষুধ ছাড়া কমতে হবে। আমরা আপাতত সেটারই অপেক্ষা করছি। এশিয়া কাপের এবারের আসর শুরু হচ্ছে আগামীকাল বুধবার। পরের দিন শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। সময় তাই খুবই কম। এর মধ্যে লিটন সুস্থ না হলে বাংলাদেশের স্কোয়াডে ওপেনার থাকবেন কেবল দুজন। তারা হলেন মোহাম্মদ নাঈম শেখ ও তানজিদ হাসান। সেক্ষেত্রে প্রয়োজন পড়তে পারে বিকল্প ওপেনারের। তবে আপাতত এমন কিছু নিয়ে ভাবছে না বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।
নির্বাচক হাবিবুল বাশার জানান, এখনই কোনো বিকল্প ওপেনার পাঠানোর পরিকল্পনা নেই তাদের। এদিকে হাঁটুর ইনজুরির চিকিৎসার জন্য বিশেষজ্ঞ পরামর্শ নিতে গতকাল সোমবার ভোরে লন্ডনের উদ্দেশে উড়াল দিয়েছেন এবাদত। আপাতত বিশেষজ্ঞের মতামতের অপেক্ষায় তারা। লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে কথা বলবে এবাদত। ওখানে আগামীকাল বুধবার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। আগে পরামর্শ করুক। তাদের মতামত শুনে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।