চিকিৎসার জন্য আজ ইংল্যান্ড পাঠানো হবে এবাদতকে

স্পোর্টস ডেস্ক | সোমবার , ২৮ আগস্ট, ২০২৩ at ১০:২৬ পূর্বাহ্ণ

হাঁটুর ইনজুরির কারণে এরই মধ্যে এশিয়া কাপ থেকে ছিটকে পড়েছেন পেসার এবাদত হোসেন। এখন প্রশ্ন দেখা দিয়েছে বিশ্বকাপ ক্রিকেট খেলতে পারবেন কিনা তা নিয়ে। এদিকে বিশ্বকাপের আগে সুস্থ এবাদতকে পেতে মরিয়া বিসিবি। তাই এ পেস বোলারের হাঁটুর চিকিৎসার জন্য আগে থেকেই তাকে বাইরে পাঠানোর চিন্তাভাবনা চলছিল। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন একাধিক দেশে কথা হচ্ছে। এখন চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া সাপেক্ষে তাকে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে গতকালই নিশ্চিত হয়ে গেছে এবাদতের চিকিৎসা হবে ইংল্যান্ডে। আজ সোমবারই ইংল্যান্ডের উদ্দেশ্যে রওয়ানা হবেন এবাদত হোসেন। বিসিবির প্রধান চিকিৎসক জানিয়েছেন আগামীকাল মঙ্গলবার ইংল্যান্ড বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট এবাদতের। তাই আজই তাকে পাঠানো হচ্ছে ইংল্যান্ডে।

পূর্ববর্তী নিবন্ধওমানে হকির চ্যালেঞ্জার পুলে তৃতীয় বাংলাদেশের মেয়েরা
পরবর্তী নিবন্ধএশিয়া কাপের জন্য দল ঘোষণা করল আফগানিস্তান