চিকিৎসাধীন দগ্ধ কলেজছাত্র ফাহাদের মৃত্যু

পানির রিজার্ভারে বিস্ফোরণ

আজাদী প্রতিবেদন | শনিবার , ৯ মার্চ, ২০২৪ at ৬:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামে পানির রিজার্ভ ট্যাংকে বিস্ফোরণে দগ্ধ চারজনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় কলেজছাত্র ফাহাদ হোসেন (২১) মারা গেছেন। গতকাল বিকেলে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি মারা যান। ফাহাদের পরিবার সূত্রে মৃত্যুর বিষয়টি জানা যায়।

জানা গেছে, নিহত ফাহাদ নগরীর বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে গতবার এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। তার মা নাজমা আক্তার পোশাকশ্রমিক। বাবা আব্দুল কাদের সিএনজি অটোরিকশাচালক। আগ্রাবাদ বন্দরটিলা এলাকায় পরিবারের সাথে থাকতেন ফাহাদ।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বন্ধুদের ডাকে সাড়া দিয়ে ফাহাদ হোসেন ডবলমুরিং এলাকার ইসলামী ব্যাংক হাসপাতালে যান। এ সময় পাশে পানির রিজার্ভার ট্যাংক বিস্ফোরণে চারজন দগ্ধ হন। দগ্ধদের মধ্যে ফাহাদের শরীরের ৯০ শতাংশ পুড়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বৌদ্ধ বিহারে নারী লাঞ্ছিত হওয়া নিয়ে পরস্পর বিরোধী অভিযোগ
পরবর্তী নিবন্ধশ্রীলংকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়ে চোখ শান্তদের