চিকিৎসক সমাজ চাইলে দেশকে পাল্টে দিতে পারবে

চট্টগ্রামে চিকিৎসক সমাবেশে জামায়াত আমীর

| মঙ্গলবার , ১৫ অক্টোবর, ২০২৪ at ৫:৩৪ পূর্বাহ্ণ

চিকিৎসক সমাজ চাইলে দেশকে পাল্টে দিতে পারবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। গত রোববার নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত চিকিৎসক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ শাহজাহান। বক্তব্য রাখেন ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি অধ্যাপক ডা. সাজেদ আব্দুল খালেক, ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি ডা. এ কে এম ফজলুল হক, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, চট্টগ্রামের সভাপতি অধ্যাপক ডা. খাইরুল আনোয়ার। সমাবেশে দারসুল কুরআন পেশ করেন প্রফেসর ড. শফিউল আলম ভূইঁয়া। বিশেষ অতিথি ছিলেন মহানগরী নায়েবে আমীর ড. আ জ ম ওবায়েদুল্লাহ ও মুহাম্মদ নজরুল ইসলাম, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ।

প্রধান অতিথি বলেন, দেশটি আমাদের। দেশকে আমাদের ভালোবাসতেই হবে। চিকিৎসক সমাজ চাইলে দেশকে পাল্টে দিতে পারবে। জাতিকে কিছু দেয়ার অঙ্গিকার করে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, চট্টগ্রাম দিয়েই ইসলামের দাওয়াত দেয়া শুরু হয়েছিল। এদেশের মানুষকে ভালোবেসে দ্বায়ীরা বাংলাদেশে এসেছিলেন শায়িত হয়েছেনও এই দেশে। বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, শুধু চিকিৎসা খাতই নয় পুরো দেশের প্রতিটি সেক্টরেই সমস্যায় জর্জরিত। চিকিৎসকদের ইসলামী আন্দোলনের জন্য আরও বেশি নিবেদিত হতে হবে। সভাপতির বক্তব্যে আলহাজ শাহজাহান চৌধুরী বলেন, গরিব ধনী সকল স্তরের মানুষের সাথে চিকিৎসকরা সবচেয়ে বেশি ভূমিকা রাখেন। দ্বীনের প্রচারের জন্য তারা সুযোগ পান বেশি। সংগঠনের উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য তাঁরা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। চিকিৎসক সমাজকে অন্তর্র্বর্তীকালীন সরকারের উপর ভরসা রাখতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব হাত ধোয়া দিবস আজ
পরবর্তী নিবন্ধশহীদ ওয়াসিম আকরামের নামে ফ্লাইওভারের নামকরণ করার দাবি