চিকিৎসক নিখোঁজ, হাজির করতে মা-বাবাকে হাই কোর্টের নির্দেশ

| শুক্রবার , ১৫ আগস্ট, ২০২৫ at ১০:৩৩ পূর্বাহ্ণ

রাজধানীর আলবারাকা হাসপাতালের সনোলজিস্ট ডা. ফারাহ দীনাকে আদালতে হাজির করতে তার মাবাবাকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। ঢাকার উত্তরার বাসিন্দা ফারাহর বাবা মো. দেলোয়ার হোসেন ও মা রওশন আরা দেলোয়ারকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়। এই চিকিৎসককে হাজির করার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি নিয়ে গতকাল বৃহস্পতিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সায়েদ জাহেদ মনসুরের বেঞ্চ এ আদেশ দেয়। খবর বিডিনিউজের।

ফারাহ দীনার পক্ষে গত ৯ আগস্ট এই রিট দায়ের করেন তার দুই বন্ধু শারমিন লায়লা তন্বী এবং ডা. তোহফাআইয়ূব। তাদের রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী আসিফ বিন আনওয়ার। এই আইনজীবী বলেন, আগামী ২০ আগস্ট সকাল ১১টায় ডা. ফারাহ দীনাকে আদালতে হাজির করতে তার বাবামাকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। তিনি বলেন, ফারাহ দীনা তার বন্ধুদের জানিয়েছিলেন যে তার বাবামা ও স্বামী তাকে বহুদিন ধরে মানসিক রোগী হিসেবে প্রতিপন্ন করার চেষ্টা চালিয়ে আসছিলেন। এর আগেও ২০১৮ সালে প্রায় চার মাস একটি মানসিক হাসপাতালে জোর করে বন্দি করে রাখেন। সে সময় তাকে যে চিকিৎসা এবং ওষুধপত্র দেওয়া হয় তা তার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দীর্ঘস্থায়ী ক্ষতিসাধন করে বলে ফারাহর মত। বিষয়টি নিয়ে আলোচনার জন্য গত ২৬ জুলাই আমার চেম্বারে ফারাহ ও তার বাবামার সঙ্গে আলোচনা হয়। তখন তার বাবামা বলেন, ফারাহকে আর মানসিক কষ্ট দেবেন না।

আইনজীবী আসিফ বলেন, এরপরও তারা ফারাহর ওপর নির্যাতন বন্ধ না করায় তিনি বন্ধুদের সাহায্য চান। তার বাবামা এবং স্বামী তাকে অব্যাহতভাবে জোরপূর্বক মানসিক হাসপাতালে ভর্তির হুমকি দিয়ে আসছিলেন। এ অবস্থায় তিনি আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাদের কাছে অনুরোধ জানান।

পূর্ববর্তী নিবন্ধচোরাই ১ হাজার লিটার সয়াবিন তেল জব্দ
পরবর্তী নিবন্ধহাসিনার আমলের নজরদারি যন্ত্রের বিষয়ে তদন্তে নামছে সরকার