চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য শিক্ষা উপমন্ত্রীর দুটি মাইক্রোবাস

চমেক হাসপাতাল

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৭ এপ্রিল, ২০২১ at ৫:০৩ পূর্বাহ্ণ

লকডাউন চলাকালীন চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মীদের যাতায়াতের সুবিধার্থে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দুটি মাইক্রোবাস উপহার দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। গত বুধবার মাইক্রোবাস দুটি মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
এ তথ্য নিশ্চিত করে চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর বলেন- লকডাউনে গণপরিবহন বন্ধ। কিন্তু চিকিৎসক-নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের কর্মস্থলে নিয়মিত যাতায়াত করতে হচ্ছে। যানবাহন চলাচল বন্ধ থাকায় এ সময়ে যাতায়াত সকলের জন্য কষ্টসাধ্য। বিষয়টি চিন্তা করে চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মীদের যাতায়াতের সুবিধার্থে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি, মাননীয় শিক্ষা উপমন্ত্রী মহোদয় দুটি মাইক্রোবাস উপহার দিয়েছেন। এর মধ্যে একটি হাসপাতালের চিকিৎসক-নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের জন্য। অপর একটি মেডিকেল কলেজের শিক্ষক-চিকিৎসকসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের জন্য। ইতোমধ্যে মাইক্রোবাস দুটির মাধ্যমে চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মীদের আনা-নেয়া শুরু হয়েছে। এর মধ্য দিয়ে চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মীদের যাতায়াতে আর ভোগান্তি পোহাতে হবেনা। মাইক্রোবাস দিয়ে চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মীদের পাশে দাঁড়ানোয় শিক্ষা উপমন্ত্রীর প্রতি আন্তরিক ধন্যবাদ জানান চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর।

পূর্ববর্তী নিবন্ধকৃষককে ভর্তুকিতে হারভেস্টার প্রদান
পরবর্তী নিবন্ধমিষ্টি আলুতে মিষ্টি হাসি