দেশের সরকারি হাসপাতালের চিকিৎসকরা সভা–সেমিনার বা প্রশিক্ষণ, কর্মশালায় অংশ নিতে বছরে দুইবারের বেশি বিদেশ ভ্রমণ করতে না পারার শর্ত দিয়ে করা নীতিমালাটি বাতিল করেছে স্বাস্থ্য সেবা বিভাগ। নীতিমালাটি নিয়ে রোববার একটি অফিস আদেশ জারি করেছিল স্বাস্থ্য সেবা বিভাগ। গতকাল সোমবার বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ আবদুল হাইয়ের সই করা আরেকটি অফিস আদেশে নীতিমালাটি বাতিলের কথা জানানো হয়। স্বাস্থ্য সেবা বিভাগের অধীনস্থ দপ্তর কিংবা সংস্থায় কর্মরত চিকিৎসকদের বৈদেশিক সেমিনার, সভা, সিম্পোজিয়াম, প্রশিক্ষণ বা কর্মশালায় অংশগ্রহণে নীতিমালা সংক্রান্ত ২৪ নভেম্বরের অফিস আদেশটি বাতিল করা হলো, বলা হয় আদেশে। খবর বিডিনিউজের।
রোববার অফিস আদেশটি জারির পর তা নিয়ে বিরূপ প্রতিক্রিয়া জানিয়ে আসছিলেন চিকিৎসকরা। ওই অফিসে আদেশে বলা হয়েছে, সরকারি হাসপাতালের চিকিৎসকরা সভা–সেমিনার বা প্রশিক্ষণ, কর্মশালায় অংশ নিতে বছরে দুইবারের বেশি বিদেশ ভ্রমণ করতে পারবেন না। চিকিৎসক যে বিষয়ে অভিজ্ঞ শুধু ওই বিষয়েই আমন্ত্রণ পেলে তাতে অংশগ্রহণ করতে বিদেশে যেতে পারবেন। নীতিমালাটি আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা ছিল।
নীতিমালায় বলা হয়েছে, প্রার্থী যে বিষয়ে অধ্যয়নরত সেই বিষয়ে আমন্ত্রিত হয়ে বিদেশে যেতে পারবেন।
আমন্ত্রণকারী সংস্থা বিদেশগামী চিকিৎসকের ভিসা, উভয় পথের বিমানভাড়া, আবাসন ব্যবস্থাসহ সব খরচ বহন করবে এ বিষয়ে আমন্ত্রণকারী প্রতিষ্ঠানের কাছ থেকে প্রত্যয়ন নিতে হবে।
বিদেশে যাওয়ার আগে এবং ফেরত আসার পর একটি প্রতিবেদন স্বাস্থ্যসেবা বিভাগের প্রশাসন শাখায় জমা দিতে হবে। তৃতীয় পক্ষ খরচ বহন করবে, এরকম যেকোনোও আবেদন সরাসরি বিবেচনার বাইরে থাকবে।