চিকনদন্ডীতে আ. লীগ ও সহযোগী সংগঠনের তৃণমূলের কর্মীসভা

| শনিবার , ১৩ মে, ২০২৩ at ৭:৫৫ পূর্বাহ্ণ

চিকনদন্ডী ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী সংগঠনের উদ্যোগে তৃণমূলের কর্মীসভা ও ঈদ পূনর্মিলনী গত বৃহস্পতিবার ইউনিয়ন আওয়মী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান হাসান জামান বাচ্চুর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম।

তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের শক্তি তৃণমূলের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ দেশে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। উন্নয়ন ও আস্থার শেষ ঠিকানা দেশরত্ন শেখ হাসিনার বিকল্প নেই। তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন শাহ, সদস্য মো. সেলিম উদ্দিন, হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. মো. আলী, উত্তর জেলা যুবলীগের সভাপতি, উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল আলম। বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা কাজী এনামুল হক, এস এম মোরশেদ আলম চৌধুরী, নুরুল আলম বাসেক, আলী নাসের চৌধুরী, ইউসুফ সরওয়ার, আলমগীর জামান, নাসের আহমেদ, এম জাহাঙ্গীর আলম, জেলা যুবলীগের সহসভাপতি নাসির হায়দার করিম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মনজুর আলম, আহমদ নুর, আব্দুর রশিদ, আবু লাইছ, আলমগীর কবির চৌধুরী, এড. আনোয়ারুল ইসলাম, কাজী শওকত আকবর, মুজিবুর রহমান, মো. শাহজাহান, ফয়েজ আহমেদ, দোস্ত মোহাম্মদ, মাসুদ জামান সোহেল, শাহানুর চৌধুরী শানু, মাহবুবুল আলম, নেজাম উদ্দীন, শাহ আলম, আবুল বশর, কামাল উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘নির্বাচন কমিশনকে সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হবে’
পরবর্তী নিবন্ধস্বাস্থ্যসেবায় মেডিটেশনের অন্তর্ভুক্তি চিকিৎসা ব্যয় কমবে